এক নজরে

নাসার সতর্কতা

By admin

August 31, 2020

কলকাতা ব্যুরো : ১ সেপ্টেম্বরএকটি গ্রহাণু পৃথিবীর অনেক কাছে চলে আসতে পারে বলে সতর্কতা জারি করল নাসা। 11ES4 নামে এই গ্রহাণু প্রায় চাঁদের সমান দূরত্বে পৃথিবীর কাছে চলে আসবে বলে জানিয়েছে নাসা।

১৯৮৭ সালে পৃথিবীর কাছ দিয়ে একটি গ্রহাণু উড়ে যায়। তার দুরত্ব ছিল কুড়ি লক্ষ কিলোমিটার। কিন্তু এবার এই গ্রহাণুটি আসবে আরো কাছে। পৃথিবী থেকে এর দূরত্ব হতে পারে আনুমানিক ১২ লক্ষ কিলোমিটার। চাঁদের দুরত্ব ১২ লক্ষ কিলোমিটার। কিন্তু এই গ্রহাণু চাঁদের থেকেও কাছে আসতে পারে বলে জানাচ্ছে নাসা। চাঁদের থেকে এর দূরত্ব কম হতে পারে বলে কপালে ভাঁজ পরেছে অনেক বিজ্ঞানীরই। তবে বিজ্ঞানীদের মত,পৃথিবীর সঙ্গে এর কোনো সংঘর্ষ হবে না। আমাদের গ্রহের খুব কাছ দিয়ে পার হয়ে যাবে এটি।