এক নজরে

কেন্দ্রের নয়া সংযোজন স্বাস্থ্যকার্ড

By admin

August 15, 2020

কলকাতা ব্যুরো: ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড আর তারপর ছিল এক রেশন কার্ড প্রকল্প। সারা দেশের মানুষের জন্য এবার নরেন্দ্র মোদির ভাবনা, স্বাস্থ্য কার্ড।লালকেল্লায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘দেশের সবার মেডিক্যাল তথ্য রাখার জন্য সব হাসপাতাল, ক্লিনিক এবং চিকিৎসকদের একটি নির্দিষ্ট সার্ভারের সঙ্গে যুক্ত করা হবে। ফলে এক জায়গাতেই সব তথ্য থাকবে। এতে সবার সুবিধা।’ ফলে আপনার আমার ১০ বছর আগে যদি কোনো রোগের চিকিৎসা হয়ে থাকে, দেশের যে কোনো প্রান্তের অন্য কোনো হাসপাতালে ভিন্ন কোনও চিকিৎসার জন্য আপনি গেলে চিকিৎসকরা সেই সার্ভার থেকেই জেনে যাবেন আপনার স্বাস্থ্য নিয়ে অতীতের খুঁটিনাটি।

তবে আঁধার কার্ড কোথায় কোথায় যুক্ত করা হবে তা নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর স্বাস্থ্য কার্ড নিয়ে সাবধানী কেন্দ্র। প্রধানমন্ত্রী বলেন, ‘যদি কোনও হাসপাতাল কিংবা কোনও নাগরিক এতে যুক্ত হতে না চান, সেটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। যাঁরা এই সার্ভারে যুক্ত হবেন তাঁদের একটা ইউনিক আইডি দেওয়া হবে। সেই আইডি দিয়েই তিনি এই সার্ভারে যুক্ত হতে পারবেন।’ ফলে এবার মর্জি আপনা আপনা।