এক নজরে

জয়সালমীরে আজ সেনা জওয়ান দের সঙ্গে দেওয়ালি উদযাপন করবেন প্রধানমন্ত্রী

By admin

November 14, 2020

কলকাতা ব্যুরো : প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে সেনা জওয়ান দের সঙ্গে দেওয়ালি উদযাপন করেন নরেন্দ্র মোদী। এবারও তার ব্যতিক্রম হবে না। করোনার মধ্যেও এবছর রাজস্থানের জয়সলমীর পাকিস্তান সীমান্তে পৌঁছে সেনা জওয়ান দের সঙ্গ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সেনাদের মনোবল বাড়াতেই তাদের সঙ্গে কাটান প্রধানমন্ত্রী। জওয়ানদের মিষ্টিমুখ করানোর পাশাপাশি তাদের সঙ্গে আলাপচারিতায করেন। গোটা দেশ যখন দিওয়ালির আনন্দ করছে, তখন স্বজন ও পরিবার থেকে অনেক দূরে সীমান্তের অতন্দ্র নিরাপত্তা কাজ করেন সেনা জওয়ান রা। সেই কারণে প্রত্যেক বছরই উৎসবের সময় কোন না কোন সীমান্তে পৌঁছে যান প্রধানমন্ত্রী।

এদিন সকালেই বিশেষ বিমানে জয়সালমীর পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানাতে ভারতীয় সেনা, বায়ুসেনা এবং বিএসএফের শীর্ষ কর্তারা সেখানে পৌঁছে গেছেন। দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। টুইট অ্যাকাউন্টএ লিখেছেন প্রত্যেক দেশবাসীকে দীপাবলীর শুভকামনা জানাই ।এই উৎসব খুশি এবং উজ্জ্বলতা নিয়ে আসুক এই কামনা করি। সবাই সুস্থ থাকুন। জীবনের সমৃদ্ধি আসুক।

এবছর দীপাবলিতে দেশের জওয়ানদের উদ্দেশ্যে একটি করে প্রদীপ জ্বালানোর জন্য দেশবাসীর কাছে অনুরোধ করেছেন তিনি। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর দীপাবলিতে সিয়াচেনে পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। এরপর গত কয়েক বছরে উত্তরাখান্ড, হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীরের বিভিন্ন প্রান্তে সেনা জওয়ান দের সঙ্গে দীপাবলি উদযাপন করেছেন তিনি।