২১ এর ধর্মযুদ্ধ

ফোকাসে নন্দীগ্রাম

By admin

April 01, 2021

কলকাতা ব্যুরো: এক বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু, কিছু বুথে তৃণমূলের এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ, আবার কোথাও একই অভিযোগ বিজেপির। মোটামুটি প্রথম ঘন্টা চারেক নন্দীগ্রামের ভোটের এটাই ছবি। কনভয় নিয়ে বুথে বুথে ঘুরে বেড়াচ্ছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। আবার শেষ মুহূর্তে কলকাতা ফেরার পরিকল্পনা বাতিল করে নন্দীগ্রামের ভাড়া বাড়িতে থেকে জন্য মমতা। বেলা দেড়টা নাগাদ অস্থায়ী ভাড়া বাড়ি থেকে মমতা পরিস্থিতি খতিয়ে দেখতে।

এরইমধ্যে বেলা যত গড়িয়েছে ততই উত্তাপ বেড়েছে ভোট ময়দানে। নন্দীগ্রামের টাকাপুরায় শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা হয় বলে অভিযোগ। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্ট শেখ সুফিয়ানকে বুথে ঢুকতে বাঁধা দেওয়ার অভিযোগ করেছে তৃণমূল। গোটা দিন ধরে এমন অভিযোগ আর পাল্টা অভিযোগ ঘিরে উত্তপ্ত থাকলো নন্দীগ্রাম। যদিও বেলা এগারোটা পর্যন্ত নন্দীগ্রামে ভোট পড়েছে ৩৪ শতাংশ। এখনো পর্যন্ত বড় কোনো গোলমাল না হলেও, পুলিশি নিরাপত্তা আঁটোসাঁটো রাখার দাবি করা হলেও, বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে, গোলমাল হলে ঘটনাস্থলে পুলিশ বা আধাসেনা পৌঁছেছে অনেক পরে। যা নিয়ে ডান- বাম সব পক্ষই বিধেছে কমিশনকে। আবার কোথাও গোলমালের উপক্রম হলেই সেখানে আধা সামরিক বাহিনীর রোডমার্চ দেখা গিয়েছে। এরই মধ্যে এক তৃণমূল কর্মীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীর তরফে। নির্বাচন কমিশনের সীলমোহর জাল করে নকল পরিচয় পত্র তৈরির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

নন্দীগ্রামের বুথে বুথে ঘোড়ার মধ্যেই শুভেন্দু অধিকারীর সদম্ভ ঘোষণা তৃণমূল ৮০ টি বুথে এজেন্ট দিতে পারেনি। আবার তৃণমূলের শেখ সুফিয়ানের অভিযোগ, তাদের বহু এজেন্ট কে বসতে দেওয়া হয়নি।এ রাজ্যে নির্বাচন মানে যে এখনো জোর যার মুলুক তার, শুভেন্দু অধিকারীর সদম্ভ ঘোষণায় তার প্রমান। কেন বিরোধীদের এজেন্ট বসতে পারলেন না, তা না বললেও নিজের গায়ের জোরের যে দম্ভ, তা প্রকাশ করে ফেললেন তিনি নিজেই।