এক নজরে

#Security Tightened : মুখ্যমন্ত্রীর বাসভবনের পর এবার নবান্নের নিরাপত্তায় বাড়তি কড়াকড়ি

By admin

July 05, 2022

কলকাতা ব্যুরো: মুখ্যমন্ত্রীর বাসভবনে লোক ঢুকে পড়ার ঘটনার পর সেখানকার নিরাপত্তা ব্যবস্থা আরও আটোসাটো করার উপর জোর দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশাপাশি এবার খতিয়ে দেখা হচ্ছে রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন নবান্নের অভ্যন্তরীণ এবং বাহ্যিক নিরাপত্তা ব্যবস্থাও।

রাজ্যের প্রশাসনিক ভবন নবান্ন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে কালীঘাটের মুখ্যমন্ত্রীর বাসভবনের ভিতর লোক ঢুকে পড়ার ঘটনার পুনরাবৃত্তি যাতে নবান্নে না-হয়, তার জন্য বিশেষ বন্দোবস্ত করছে লালবাজার। ইতিমধ্যেই নবান্নের বাহ্যিক এবং অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা একটি বৈঠক করেছেন। বৈঠকে উঠে এসেছে নবান্নের বাইরের নিরাপত্তা ব্যবস্থার সব চিত্র।

ক্যামেরা রয়েছে কিনা? প্রত্যেকটি সিসিটিভি ক্যামেরা বর্তমানে কী অবস্থায় রয়েছে? এছাড়াও সিসিটিভি ক্যামেরার ছবি কতটা স্পষ্ট? এই সব বিষয়গুলির উপর জোর দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। পাশাপাশি বেশ কিছু মেটাল ডিটেক্টর রয়েছে নবান্নে। বর্তমানে সেই মেটাল ডিটেক্টরগুলি কী অবস্থায় রয়েছে, কতটা সক্রিয় ভাবে কাজ করছে, তা জানতে ইতিমধ্যেই টেকনিক্যাল সাপোর্ট নিচ্ছে লালবাজার।

নবান্ন রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন এবং এখানেই বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক সরকারি উচ্চ পদস্থ আমলারা। তাঁদের সঙ্গে প্রত্যেকদিন একাধিক ব্যক্তি নানা সমস্যা নিয়ে দেখা করতে আসেন। ফলে যে ভিজিটাররা আসছেন তাঁদের ঠিকানা, নাম, পরিচয় পত্র সঠিক ভাবে দেখা হচ্ছে কি না তার উপরও কড়া নজরদারি রাখতে বলা হয়েছে। পাশাপাশি নবান্নের লকবুক বর্তমানে কী অবস্থায় রয়েছে, তাও খতিয়ে দেখছেন পুলিশ কর্মীরা।

সম্প্রতি মুখ্যমন্ত্রীর বাড়িতে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি ঢুকে পড়েন। পরে অবশ্য তাঁর নাম জানা যায়। উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাসিন্দা হাফিজুল মোল্লা নামে ওই ব্যক্তিকে ইতিমধ্যেই নিজেদের হেফাজতে নিয়েছেন গোয়েন্দারা। তাঁর কাছ থেকে একটি লোহার রডও উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদের সময় বারবার নিজের বয়ান বদল করছেন ধৃত। তিনি অবাঞ্ছিত কথাবার্তাও বলছেন বলে সূত্রের খবর।

ফলে তদন্তকারীরা অনুমান করছেন, তার মানসিক অবস্থা ভালো নেই। সত্যিই কি তাঁর মানসিক কোনও সমস্যা রয়েছে নাকি তদন্তকে ভুল পথে চালিত করতে অভিনয় করছে ধৃত হাফিজুল? তা জানতে মনস্তত্ত্ববিদদের শরণাপন্ন হচ্ছেন গোয়েন্দারা।