এক নজরে

৫ ও ৬ সেপ্টেম্বর বন্ধ নবান্ন

By admin

September 04, 2020

কলকাতা ব্যুরো: রাজ্যে করোনার সংক্রমণ এবং মৃত্যুতে রাশ পড়েছে। কিন্তু তাতেও সাবধানে থাকার জন্য নাগরিকদের পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য দপ্তর। একইসঙ্গে স্যানিটাইজার এবং মাস্ক ব্যবহার এখনও বাধ্যতামূলক করে রাখা হয়েছে।

এই অবস্থায় রাজ্য সরকারের সদর দপ্তর নবান্ন স্যানিটাইজ করার জন্য আরও দু’দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৫ ও ৬ সেপ্টেম্বর নবান্ন স্যানিটাইজ করার জন্য বন্ধ থাকবে। ফলে ওই দুদিন নবান্ন থেকে কোন কাজকর্ম পরিচালিত হবে না।

এর আগেও বেশ কয়েকবার স্যানিটাইজেশন এর জন্য নবান্ন বন্ধ রাখা হয়েছিল। তারই মধ্যে নবান্নের বেশ কিছু অফিসার এবং গাড়ির চালকের করোনা ধরা পড়েছিল। যদিও এখন সেই পরিস্থিতি অনেকটাই পরিবর্তন হয়েছে বলে নবান্ন সূত্রে দাবি।