এক নজরে

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র

By admin

July 31, 2022

কলকাতা ব্যুরো: সঙ্গীতজগতে আবারও নক্ষত্রপতন। প্রয়াত সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র। শনিবার রাত ১২টা ৫ মিনিটে কলকাতার বাড়িতেই জীবনাবসান হয়েছে সঙ্গীতশিল্পীর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর। জানা গিয়েছে, চেতলার বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে নির্মলা মিশ্রের। রাতে এন জি মেডিকেয়ারে রাখা হয়েছে সঙ্গীতশিল্পীর মরদেহ।রবিবার নির্মলা মিশ্রর শেষকৃত্য সম্পন্ন হবে। শনিবার রাতে হঠাৎ করেই তাঁর শ্বাসকষ্ট দেখা দেয়। সঙ্গে সঙ্গে তাঁকে দক্ষিণ কলকাতার বেসরকারি নার্সিংহোম এন জি মেডিকেয়ারে ভর্তি করা হয়। কিন্তু, চিকিৎসকেরা তৎপরতার সঙ্গে চিকিৎসা শুরু করলেও শেষরক্ষা হলো না। ওই বেসরকারি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নির্মলা মিশ্র।

‘এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না’, ‘ও তোতা পাখিরে’, ‘তোমার আকাশ দুটি চোখে’, আমি তো তোমার চিরদিনের’-র মতো জনপ্রিয় বাংলা গানের শিল্পী নির্মলা মিশ্র। মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, শিপ্রা বসুর যুগেও নির্মলা মিশ্রের গান মন কেড়ে নেয়। এর আগেও অসুস্থ হয়েছিলেন সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র। নিউমোনিয়ার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। সূত্রের খবর, অনেকদিন ধরেই বার্ধক্যজনিত কারণেও ভুগছিলেন বর্ষীয়াণ এই সঙ্গীতশিল্পী।

পরাধীন ভারতে ১৯৩৮ সালে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর মজিলপুরে জন্মগ্রহণ করেন নির্মলা মিশ্র। পরে বাবার চাকরির সূত্রে পরিবারের সঙ্গে কলকাতার চেতলায় চলে আসেন তিনি। ছেলেবেলা থেকেই সংগীতের পরিবেশে বড় হয়েছেন নির্মলা মিশ্র। তাঁর বাবা পণ্ডিত মোহিনী মোহন মিশ্র এবং দাদা মুরারিমোহন মিশ্র বিখ্যাত গায়ক ছিলেন। কাশী সংগীত সমাজ তাঁর বাবাকে পণ্ডিত, সংগীত রত্ন সহ একাধিক উপাধিতে ভূষিত করেছিল। জন্মের পর থেকেই সংগীতের প্রতি অসীম আগ্রহ ছিল তাঁর।

৫০ বছরেরও বেশি সময় পার করে ফেলেছেন সঙ্গীতজগতে। বাংলার স্বর্ণযুগের শিল্পীদের মধ্যে তিনি অন্যতম জনপ্রিয় এক নাম। ষাট-সত্তরের দশকের জনপ্রিয় গায়িকা এতটাই জনপ্রিয় ছিলেন যে ওড়িষার ছবির লতা মঙ্গেশকরও বলা হতো তাঁকে। একের পর এক বাংলা ও আধুনিক গান করে তিনি সকলের মন জয় করে নিয়েছেন।