এক নজরে

মুর্শিদাবাদে দুটি পৃথক ঘটনায় গুলিতে মৃত দুজন

By admin

November 04, 2020

কলকাতা ব্যুরো: মুর্শিদাবাদের সামশেরগঞ্জ জমি জমি দখলকে কেন্দ্র করে চলল গুলি। গুলিতে নিহত হয়েছেন ওই জমির মালিক আব্দুল হোসেন। আবার মুর্শিদাবাদের নবগ্রাম এলাকায় খুন হয়েছেন এক মাদ্রাসার শিক্ষিকা। মনিকা বিবি নামে ওই মহিলাকে মঙ্গলবার রাতে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ। ওই মহিলার দ্বিতীয় স্বামীকে এই ঘটনায় আটক করা হয়েছে। পারিবারিক গোলমালে ওই মহিলাকে গুলি করা হয়েছে বলে অভিযোগ।

সামশেরগঞ্জ একটি জমি দখলকে কেন্দ্র করে আজ সকাল থেকে উত্তেজনা ছড়ায় এলাকায়। বিতর্কিত ওই জমিতে প্রায় দুই দশক ধরে আইনি জটিলতায় আটকে রয়েছে। এদিন সকালে একদল লোক ওই জমির দখল নিতে আসে। তখন তাদের বাধা দেয় আব্দুল হোসেন। দুষ্কৃতীদের মধ্যে একজন তাকে তাক করে গুলি ছোড়ে। জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এখনও পর্যন্ত ওই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার না করলেও, বিশাল পুলিশবাহিনী এলাকার দখল নিয়েছে।