এক নজরে

বহরমপুরে থানার মধ্যেই বিস্ফোরণ, আহত ৩ পুলিশ কর্মী

By admin

July 25, 2022

কলকাতা ব্যুরো: থানার মধ্যেই বিস্ফোরণ। ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদের বহরমপুরে। বহরমপুর থানার মালখানায় বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। ঘটনায় আহত হয়েছেন তিন পুলিশ কর্মী। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আহত পুলিশ কর্মীদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার আহত হয়েছেন এসআই কৃষ্ণেন্দু গোস্বামী-সহ, একজন এএসআই ও এক কনস্টেবল। আহত পুলিশ কর্মীদের দেখতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়েছেন জেলা পুলিশ সুপার কে সবরি রাজকুমার। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।

সোমবার বেলা একটা নাগাদ থানায় কর্তব্যরত ছিলেন বেশ কয়েকজন পুলিশ কর্মী ও এক আধিকারিক। থানা ভবনটি দ্বিতল। জানা যাচ্ছে, বিস্ফোরণটা থানার দোতলায় হয়েছে। থানা সূত্রে জানা যাচ্ছে, থানার দোতলায় মূল মালখানা রয়েছে। বেলা একটা নাগাদ আচমকাই বিস্ফোরণ হয়। জোরাল শব্দে কেঁপে ওঠে এলাকা। একতলায় কর্তব্যরত পুলিশ কর্মীরা ওপরে গিয়ে দেখেন, তিন সহকর্মী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন।

এদিকে দ্রুত আহত পুলিশ কর্মীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ জানাচ্ছে, মালখানায় ব্যাাটারি ফেটেই বিস্ফোরণ হয়েছে। তবে ব্যাটারি ফেটে কীভাবে এত বড় বিস্ফোরণ, তা নিয়ে প্রশ্ন উঠছে।

পুলিশের অবশ্য বক্তব্য, বাজেয়াপ্ত করা বিভিন্ন জিনিসের মধ্যে ব্যাটারি ছিল। সেই ব্যাটারি ফেটেই বিস্ফোরণ হয়েছে। আহত এক এএসআই বলেন, বিস্ফোরণ হয়েছে। টাওয়ারের ব্যাটারি মজুত ছিল, সেটাই ফেটেছে। এদিন ওই পুলিশ কর্তা সাংবাদিকদের কিছুটা এড়িয়েই চলছিলেন। এর পিছনে অন্য কোনও ঘটনা রয়েছে কিনা, তা উচ্চপদস্থ কর্তারা খতিয়ে দেখবেন বলে জানা যাচ্ছে। আপাতত থানার মধ্যেই বিস্ফোরণের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে বলে খবর।