এক নজরে

বর্ষবিদায় ও বর্ষবরণ উপলক্ষে ৩১ ডিসেম্বর রাত্রিকালীন কার্ফু জারি মুম্বইয়ে

By admin

December 29, 2020

কলকাতা ব্যুরো: জিনগত রূপান্তর ঘটিয়ে ব্রিটেন-সহ বিভিন্ন দেশে আরও বেশি সংক্রামক হয়ে উঠেছে করোনা। বেশিরভাগ দেশেই লকডাউন চলছে। এবছর উৎসবের মরসুমটা বাড়িতেই কাটাতে অনুরোধ করা হচ্ছে লোকজনকে। সংক্রমণ-রোধে ওই একই পথে হাঁটল মুম্বই। বর্ষবিদায় ও বর্ষবরণ উপলক্ষে এবার ৩১ ডিসেম্বর রাতে রাত্রিকালীন কার্ফু জারি রাখার সিদ্ধান্ত বহাল রাখা হল। একইসঙ্গে শহরে জারি থাকবে ১৪৪ ধারা।

রীতিমতো নির্দেশিকা জারি করেছে মুম্বই পুলিশ জানিয়ে দিয়েছে, বর্ষবিদায় ও বর্ষবরণ উপলক্ষে এ বার ৩১ ডিসেম্বর রাতে মুম্বইয়ে কোনও পার্টি-জমায়েত করা যাবে না। মুম্বই পুলিশের ডিসি জানিয়েছেন, “প্রতি বছর বর্ষবরণের রাতে মুম্বইয়ে বিশাল জমায়েত হয়। কিন্তু এবার করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে তা সম্ভব নয়। রাত্রিকালীন কার্ফু জারি রয়েছে, তার সঙ্গে এ বার জারি করা হচ্ছে ১৪৪ ধারা। চার জনের বেশি রাস্তায় বার হতে পারবেন না। রাত ১১টার পরে গাড়ি নিয়ে যাতায়াত করা গেলেও গাড়িতে চার জনের বেশি যাত্রী থাকা চলবে না। তিনি বলেন, বাড়ির ছাদ, বার-রেস্তরাঁ, সমুদ্র সৈকত কোথাও পার্টি-জমায়েতের অনুমতিও দেবে না প্রশাসন।

প্রসঙ্গত, দেশে করোনা সংক্রমণের নিরিখে প্রথম থেকেই শীর্ষে মহারাষ্ট্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুক্তি, দেশে করোনা সংক্রমণ কমছে। কিন্তু বিশ্বের পরিস্থিতি ও নয়া করোনা স্ট্রেনের কথা মাথায় রেখেই কোনও শিথিলতা দেখানো যাবে না।

তবে মুম্বাইয়ের পথে পশ্চিমবঙ্গও কি একই পথে হাঁটে সেটি এখন দেখার…