%%sitename%%

এক নজরে

বৃষ্টি বাড়ছে বাণিজ্য নগরীতে

By admin

August 04, 2020

কলকাতা ব্যুরো: বৃষ্টি প্রবল থেকে প্রবলতর হচ্ছে বাণিজ্য নগরী মুম্বাইয়ে। বুধবার বৃষ্টির চাপ আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বাণিজ্য নগরী জলমগ্ন হয়ে পড়ায় জনজীবন প্রায় অচল হয়ে গিয়েছে। মুম্বইয়ের বহু এলাকা জল বন্দি। মুম্বাই হাইকোর্টে ভার্চুয়াল শুনানি এ দিন বন্ধ রাখতে হয় বৃষ্টিতে অধিকাংশ কর্মী-অফিসার আদালতে আস্তে না পারায়।

প্রবল বর্ষণে নাজেহাল থানে। মুম্বইয়ের কান্দিভ্যালিতে ধস নেমেছে। ফলে সেই এলাকার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে।সান্তাক্রুজ এলাকার ত্রিমুর্তি চাল এলাকায় একটি বাড়ির তিনটি ঘর বৃষ্টির চাপে ভেঙে পিছনের নালায় তলিয়ে যায়। সেই বাড়ির চারজন সেই জলে ভেসে যান। পরে উদ্ধারকারী দল এক কিশোরীকে জখম অবস্থায় উদ্ধার করে। বাকি তিনজনের তার পর্যন্ত খোঁজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলাবাহিনী।মুম্বইয়ের কান্দিভ্যালিতে ধস নেমেছে। সন্তাক্রুজ লাগোয়া ত্রিমুর্তি চাউল এলাকার একটি বাড়ির তিনটি ঘর এ দিন ভেঙে পরে বাড়ির লাগোয়া নালায়। ওই বাড়ির চারজন জলে ভেসে যায়। পরে এক কিশোরীকে জখম অবস্থায় উদ্ধার করা গেলেও সন্ধে পর্যন্ত বাকিরা নিখোঁজ। বিপর্যয় মোকাবিলা দল তাঁদের খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে।