এক নজরে

তৃণমূল পঞ্চাশে, মুকুল রায়ের কাউন্টার প্রশান্ত কিশোরকে

By admin

December 23, 2020

কলকাতা ব্যুরো: তৃণমূলের পরামর্শদাতা প্রশান্ত কিশোর দাবি করেছেন, এ রাজ্যে বিধানসভা ভোটে বিজেপি ৯৯ টির বেশি আসন জিততে পারবে না। বুধবার দিল্লিতে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাতকারে ও প্রশান্ত কিশোরের দাবি, বিজেপি এখানে যতটা দেখানোর চেষ্টা করছে, বাস্তবে পশ্চিমবঙ্গে তাদের পায়ের তলার জমি ততটা শক্ত নয়। আর প্রশান্ত কিশোরের এই কথার রেশ টেনেই বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ও একদা তৃণমূলের চাণক্য বলে পরিচিত মুকুল রায় বলছেন, তৃণমূল আগামী বিধানসভা ভোটে ৫০ টির বেশি আসন পাওয়া কষ্টকর।ভোট কুশলী প্রশান্ত কিশোরের বিজেপি সম্পর্কে মন্তব্য নিয়ে ইতিমধ্যেই জোর তরজা শুরু হয়েছে। প্রশান্ত কিশোর একজন বেসরকারী প্রতিষ্ঠান মালিক। তাই তার কথায় তৃণমূল সম্পর্কে কেন মন্তব্য করব, এমন ধরনের কথা বলেছেন বিজেপির নেতারা। কিন্তু এদিন মুকুল রায় একদিকে যেমন তৃণমূল পঞ্চাশের বেশি আসন পাবে না বলে দাবি করেছেন, একই সঙ্গে তার বক্তব্য, বিজেপিতে আসার জন্য তৃণমূল বিধায়কদের সারাদিন ফোনের পর ফোন তিনি ব্যস্ত হয়ে যাচ্ছেন। যদিও তৃণমূলের দাবি, সবটাই মুকুল রায়ের কল্পনাপ্রসূত।