কলকাতা ব্যুরো: টানা বৃষ্টিতে ভাসছে মুম্বাই। বহু রুটে বন্ধ লোকাল ট্রেন। বন্ধ যাবতীয় অফিস কাছারী। সোমবার সন্ধে থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ২৩০ মিলি মিটার বৃষ্টিতে মুম্বাইয়ের ২৬ টি এলাকা প্লাবিত। জরুরি পরিসেবা ছাড়া সব কিছু বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মুম্বাই পুরসভা।
গোরেগাঁও, দাদার, শিবাজী চক, কুরলা বাস গুমটি, বান্দ্রা টকিজ এলাকা এখন প্রায় জলের তলায়। কল্যাণ, পারলে, ওয়াডালা সহ বহু এলাকায় রেল ট্র্যাক ভাসছে জলে। এই অবস্থায় তিনদিন এক টানা বৃষ্টির পূর্বাভাস মিলে গেলে পরিস্থিতি কোন দিকে গড়াবে তা নিয়ে শঙ্কিত পুরসভা।
মুম্বাই শহরের পাশাপাশি রেড এলার্ট জারি হয়েছে, থানে, পুণে, রতনগিরি, রায়গড় জেলার জন্যেও। সমুদ্র উপকূলীয় জেলা প্রশাসনকেগুলিকে এই বৃষ্টিতে সতর্ক থাকতে বলা হয়েছে।