আরো প্রবল বৃষ্টি আসছে, টানা বর্ষণে বানভাসি কলকাতা

By admin

June 17, 2021

কলকাতা ব্যুরো: কলকাতায় টানা রাতভর বৃষ্টির পরেও এখনই থামার কোন সুযোগ নেই। শহরে এখন বানভাসি। আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, আগামী দু তিন ঘণ্টায় কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদে আরও বৃষ্টি হবে। পাশাপাশি এখন নদীতে জোয়ার চলছে। তাই গঙ্গার লকগেটগুলি পুরসভার তরফে বন্ধ করে রাখা হয়েছে। জোয়ার যতক্ষণ না কমছে, ততক্ষণ লকগেট খোলা হবে না। এই অবস্থায় বৃষ্টি চলবে। ফলে ঠনঠানিয়া, সেন্ট্রাল এভিনিউ, কালীঘাট, বালিগঞ্জ, যাদবপুর সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন থাকবে।

বুধবার রাত দশটা থেকে শুরু হওয়া বৃষ্টিতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দক্ষিণ কলকাতার। বিস্তীর্ণ এলাকায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মোমিনপুর এলাকায়। তারপরেই বালিগঞ্জ এবং কালীঘাটে। তুলনায় ঠনঠনিয়া, মানিকতলা, ফুলবাগানে র দিকে বৃষ্টি কিছুটা কম। কাল থেকে দক্ষিণ বঙ্গে বৃষ্টি আরও বাড়বে। ফলে প্রবল দুর্ভোগের আশংকা বাড়ছে।গোটা কলকাতা জলে ভাসলেও আগামী দুদিন বৃষ্টি কমার কোন লক্ষনই নেই বলে আবহাওয়া অফিস জানিয়ে দিয়েছে। উল্টে আরো বেশ কয়েকদিন এই বৃষ্টি চলবে বলে নিশ্চিত করছে হাওয়া অফিস। শুধু মহানগর নয়, এই সময়ের মধ্যে বাঁকুড়া, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। একইসঙ্গে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি প্রবল বর্ষণের মুখে পড়বে। মূলত নিম্নচাপের জেরে এই বৃষ্টি চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

এখনো কলকাতার বিস্তৃর্ণ এলাকায় জল জমে থাকার সঙ্গেই বৃষ্টি এখনো পড়ছে। তবে তা তুলনায় অনেকটাই কম। যদিও আগামী দু তিন ঘন্টার মধ্যে আবার প্রবল বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিস দেওয়ায়, পরিস্থিতি আরো জটিল হবে বলে আশঙ্কা করছে পুর দপ্তর। এই অবস্থায় কলকাতা পুরসভা কি করে যত দ্রুত সম্ভব লক গেট খোলা যায় সে ব্যাপারে নিকাশি দফতরের কর্তাদের সঙ্গে দফায় দফায় থেকে আলোচনা শুরু করেছে।