এক নজরে

দিল্লিতে আরও দুই মাঙ্কিপক্স আক্রান্তের হদিশ

By admin

August 05, 2022

কলকাতা ব্যুরো: দিল্লিতে আরও দুই মাঙ্কিপক্স আক্রান্তের হদিশ। দু’জনেই ভর্তি রয়েছেন এলএনজেপি হাসপাতালে। দিল্লি এইমসের অধ্যাপক ললিত কর বলেন, এখনও পর্যন্ত ১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

হরিয়ানা, দিল্লি, হিমাচল প্রদেশ, বিহার থেকে নমুনা পাঠানো হয়েছিল। এর মধ্যে ২ জনের দেহে মাঙ্কিপক্স ধরা পড়েছে।আক্রান্তদের কোনও বিদেশ ভ্রমণের ইতিহাস নেই। বর্তমান পরিস্থিতিতে টেস্ট বাড়ানো প্রয়োজন। আপাতত দেশের নানা প্রান্তে আইসিএমআর স্বীকৃত পরীক্ষাকেন্দ্রে মাঙ্কিপক্স পরীক্ষা চলছে।

এখনও পর্যন্ত বিশ্বের ৮৮টি দেশে ২৭ হাজারের বেশি মাঙ্কিপক্স কেস শনাক্ত করা সম্ভব হয়েছে। মে-র শেষ থেকে এ পর্যন্ত মোট আক্রান্ত ২৭ হাজার ১২৫। এছাড়াও ১২২১ জন সন্দেহভাজন মাঙ্কিপক্স রোগীকেও চিহ্নিত করা হয়েছে। জুনের শেষ থেকে জুলাইয়ের শুরু পর্যন্ত মোট আক্রান্ত ৭৭ শতাংশ বেড়েছে। এ পর্যন্ত ১১ জন মাঙ্কিপক্স রোগীর মৃত্যু হয়েছে। তার মধ্যে নাইজেরিয়ার ৩ জন, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের ২ জন, স্পেনের ২ জন, ব্রাজিলের ১ জন, ঘানার ১ জন, ভারতের ১ জন ও পেরুর ১ জন রয়েছেন।

মাঙ্কিপক্সের লক্ষণগুলি সাধারণত জ্বর, মাথাব্যথা, পেশিতে ব্যথা, পিঠে ব্যথা, ঠান্ডা লাগা এবং ক্লান্তি থেকে শুরু হয়। এই রোগে আক্রান্ত হলে সাধারণত দুই থেকে চার সপ্তাহ স্থায়ী হয় এবং সংক্রমণের পাঁচ থেকে ২১ দিনের মধ্যে যে কোনও জায়গায় উপসর্গ দেখা দিতে পারে। একবার মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে জ্বর হলে, প্রথমে বসন্ত রোগের মতোই একটি দুটি করে গুটি দেখা যায় শরীরে। এক থেকে তিন দিন পর তা সারা শরীরে ছড়িয়ে পড়ে৷

বেশিরভাগ ক্ষেত্রেই মুখ থেকে শুরু হয়ে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে৷