এক নজরে

কোভিড মোকাবিলায় মোদীকে সার্টিফিকেট ভাগবতের

By admin

October 25, 2020

কলকাতা ব্যুরো: বিশ্বে করোনা আক্রান্তের মোট সংখ্যার নিরিখে ভারত এখন দ্বিতীয় স্থানে। কিন্তু ভারতে কোভিড-১৯ মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দরাজ সার্টিফিকেট দিলেন সংঘ প্রধান মোহন ভাগবত। এ কাজে তাঁর নেতৃত্বের প্রশংসা করেন ভাগবত।এদিকে আজই মোদীর ৭০ তম মন কি বাত ভাষণ। পুজো মিটলেই তিন দফার বিহার নির্বাচন শুরু। একুশে ভোট বাংলা, অসম, কেরালায়। তার আগে আজ দশেরার আগে আজ মোদী কি বার্তা দেন, সেদিকে নজর রয়েছে দেশবাসীর।