কলকাতা ব্যুরো: ২৭ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্স করবেন মুখ্যমন্ত্রীদের সঙ্গে। বাংলার মুখ্যমন্ত্রীকেও থাকতে বলা হয়েছে।যদিও মমতা বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে থাকবেন কিনা তা এখনো পরিষ্কার নয়। তবে নবান্নে ওই বৈঠকের জন্য যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। বৈঠকে কোভিড পরিস্থিতি ও আনলক-৩ নিয়ে আলোচনা হতে পারে। মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের দু’দিন বাদে প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গেও বৈঠক করবেন। ওই বৈঠক ডাকা হয়েছে ২৯জুলাই সকালে । ভিডিও কনফারেন্স-র মাধ্যমেই ওই বৈঠক করবেন তিনি।