এক নজরে

ফোন ট্যাপ আর কয়লা মাফিয়া নিয়ে মোদি-মমতা তরজা

By admin

April 17, 2021

কলকাতা ব্যুরো: আসানসোলের মাটিতে দাঁড়িয়ে একজন যখন বলছেন, আপনার একটি ভোট রাজ্য থেকে মাফিয়া রাজ খতম করে দেবে। আর একজন যখন ওই জেলারই অন্য প্রান্ত গলসিতে হুইলচেয়ারে বসে হুঁশিয়ারি দিয়েছেন, কে ফোন ট্যাপ করেছে আমরা সব জেনে গিয়েছি। সিআইডি তদন্ত করছে। কেউ ছাড় পাবে না।শনিবার সকাল থেকে পঞ্চম দফার ভোট নিয়ে যখন ফুটছে বাংলা, খুচরো গোলমাল নিয়ে নাজেহাল পুলিশ, তখন বর্ধমানের দুই প্রান্তে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রচার চালিয়ে গেলেন কয়েক হাজার জনতাকে সামনে রেখে। মাস্ক পরা বা সোশ্যাল ডিসটেন্স মানা হলো কিনা ওই দুই সভায়, তা নিয়ে অবশ্য কমিশনের তরফ এ এখনো কোনো মন্তব্য করা হয়নি।

এদিন আসানসোলের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য ছিল, বেআইনি কয়লা ও মাফিয়া রাজ ঘিরে। এখান থেকে টাকা কোথায় যায় তা সবাই জানে বলে প্রকারান্তরে তিনি ইঙ্গিত করেছেন হরিশ চ্যাটার্জি স্ট্রিটের দিকে। সেখানে দাঁড়িয়ে তিনি গতকাল বিজেপি যে ফোনের কথোপকথন প্রকাশ করে দিয়েছে, সেই প্রসঙ্গে কটাক্ষ করেছেন। যেখানে শীতলকুচি ঘটনাকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর মত গলায় কেউ বলছেন, তার শীতলকুচি দলীয় প্রার্থী পার্থসারথি রায়কে, সেখানে মৃতদেহ রেখে দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে পরদিন তা নিয়ে মিছিল করার জন্য। পাশাপাশি এমনভাবে মামলা সাজাতে বলা হচ্ছে, যেখানে ওই জেলার পুলিশ সুপার ও থানার আইসিকে ফাসানো যায়। এমনকি মৃতদেহ নিয়ে মমতা রাজনীতি করছেন, বলেও অভিযোগ করেন মোদি।তখনই গলসির মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, মিথ্যে কথা বলে ভোট পাওয়ার চেষ্টা করছে বিজেপি। রাজ্য সরকার বিনা পয়সায় চাল দিচ্ছে আর ওদিকে গ্যাস পেট্রোল-ডিজেলের দাম কেন্দ্রীয় সরকার হুহু করে বাড়িয়ে দিয়েছে। ফলে মানুষের খাবার জোটা দায় হয়ে উঠেছে। এরইমধ্যে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, ফোনটা নিয়ে তদন্তের কথা।আগামী ২২ এপ্রিল এই শিল্পাঞ্চলে ভোট হওয়ার কথা। তার আগে দুই প্রতিপক্ষ রাজনৈতিক দলের দুই প্রধান মাথা একইদিনে সেখানে চষে বেড়ালেন ভোট টানতে।