এক নজরে

মোদির মন কি বাত এও দেবী দুর্গা ও করোনা

By admin

October 25, 2020

কলকাতা ব্যুরো: কলকাতার দুর্গাপুজোর উদ্বোধন থেকে বাঙালিকে শুভেচ্ছা জানানো আগেই করেছিলেন তিনি। এবার প্রধানমন্ত্রীর মান কি বাত অনুষ্ঠানেও উঠে এলো সেই দুর্গাপুজো প্রসঙ্গ। দুর্গাপূজার সঙ্গেই করোনার সংক্রমণ নিয়ে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী।আজ মানকি বাত এ তিনি বলেন, আগে আমরা দেখেছি, দুর্গাপূজা য় মানুষের ভিড়। সেটা একটা সুন্দর সময় ছিল, যখন দুর্গাপুজো এবং দশমীতে মানুষ ভিড় করতেন, মেতে উঠতেন উৎসবে। কিন্তু এখন অবস্থা অন্যরকম। আমরা অন্য অনেক উৎসব দেখছি। এখন আমাদের নিজেদেরকেই নিজেদের নিষেধ করতে হবে মেতে ওঠার থেকে বিরত থাকতে হবে। কারণ করোনা সংক্রমণ বাড়ছে।উৎসবের সময় আমরা যেন খেয়াল রাখি লক ডাউন এর সময় এর কথা গুলো। সে সময় যারা সামনে থেকে সমাজকে সহযোগিতা করেছিল, তাদের ছাড়া আমাদের জীবন অচল হয়ে পড়েছিল। সেই স্যানিটাইজার কর্মী, ঘরের কর্মী, নিরাপত্তাকর্মী- এদেরকেও এই উৎসবের মুহুর্তে মনে রাখতে হবে।

বেলা ১১ টায় মোদির মন কি বাত এ ছিল সীমান্তের জাওয়ানদের কথা। তিনি বলেন, এই সময়ে সীমান্তে মোতায়ন সেনাদের কথাও আমাদের মাথায় রাখতে হবে। তাদের সঙ্গেই গোটা দেশ আছে, এটাও বুঝিয়ে দিতে হবে, আমাদের দেশের জন্য নিরাপত্তায় দাঁড়িয়ে থাকা জওয়ানদের।তার আরও বক্তব্য, খাদি আধুনিক ফ্যাশনের মাস্ক তৈরি হচ্ছে। তা আরও জনপ্রিয় হচ্ছে। ফলে ঘুরিয়ে তিনি ভোকাল থেকে লোকাল তত্ত্বে এই করোনা আবহে তুলে আনেন দেশজ ও কুটির শিল্পের কথা।