এক নজরে

কাঁথি পুরসভা থেকে উধাও সারদার ফাইল,

By admin

July 31, 2022

কলকাতা ব্যুরো: কাঁথি পুরসভা থেকে নথি উধাও, প্রকল্পের নামে টাকা নয়ছয়, সারদাকর্তার থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা– এই সব মামলার তদন্তের অগ্রগতিতে রবিবার প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে সুদীপ্ত সেনকে দীর্ঘক্ষণ জেরা করলো কাঁথি থানার পুলিশ। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে জেরা করা হয় তাঁকে। কাঁথি থানার পুলিশ সূত্রে খবর, সুদীপ্ত সেন জেরায় সবরকম সহযোগিতা করেছেন। দু থেকে তিন সপ্তাহের মধ্যে শেষ হবে তদন্ত। তারপরই সব প্রকাশ্যে আসবে।ওয়াকিবহাল মহলের একাংশের মত, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর চাপ বাড়াতেই সোজা প্রেসিডেন্সি জেলে এসে জিজ্ঞাসাবাদ করা হলো। এর আগে একাধিকবার সুদীপ্ত সেনের মুখে শুভেন্দুর বিরুদ্ধে টাকা নেওয়ার কথা শোনা গিয়েছে। তার নিষ্পত্তি করতেই এদিন সারদাকর্তাকে জেরা করে কাঁথি পুলিশ।সূত্রের খবর, কাঁথি পুরসভা থেকে সারদার কয়েকটি ফাইল উধাও হয়ে গেছে অভিযোগ তোলেন পুরসভার চেয়ারম্যান। সেই অভিযোগ উঠতেই নড়চড়ে বসে কাঁথি থানার পুলিশ। সেই সূত্র ধরেই এদিনের জিজ্ঞাসাবাদ পর্ব চলে। সারদা কর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য এদিন প্রেসিডেন্সি জেলে আসেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পাঁচ সদস্য। রবিবার পৌনে বারোটা নাগাদ পুলিশের এই দল আসে। প্রায় ৩ ঘণ্টা ২০ মিনিট ধরে জেরা চলে।

জিজ্ঞাসাবাদের পর জেল থেকে বেরিয়ে এসে কাঁথি থানার আইসি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, সুদীপ্ত সম্পূর্ণ সহযোগিতা করেছেন। তদন্তে অনেককিছু উঠে এসেছিল যার ভিত্তিতেই সুদীপ্ত সেনকে জেরা করার দরকার ছিল। আজকের জিজ্ঞাসাবাদে অনেক তথ্য পেয়েছি, যা থেকে বোঝা যাচ্ছে সেসময় অনেক বেআইনি টাকার লেনদেন হয়েছিল এবং তাতে কাঁথির অনেকে যুক্ত ছিল। আমরা ২-৩ সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেব।তবে এই ঘটনার সঙ্গে কত টাকা জড়িয়ে ছিল বা কারা যুক্ত ছিল সেই নিয়ে এদিন মুখ খোলেনি পুলিশ। তবে জানিয়েছেন, যে ফাইল উধাও হয়েছে বলে অভিযোগ সেটি ওই বিল্ডিং সংক্রান্ত। এই টাকা লেনদেনে কি শুভেন্দু অধিকারী বা সৌমেন্দু অধিকারী জড়িয়ে রয়েছে? সেই প্রশ্নেরও কোনও উত্তর দেয়নি এদিন পুলিশ। উল্লেখ্য, যে সময়ের ঘটনা সামনে এসেছে সেই সময় কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন সৌমেন্দু অধিকারী।

প্রসঙ্গত, সুদীপ্ত সেন এর আগে অভিযোগ করেছিলেন যে শুভেন্দু তাঁর থেকে টাকা নিয়েছিলেন এবং তাঁকে ব্ল্যাকমেইল করছেন। তাঁর দাবি ছিল, কাঁথিতে একটি বহুতল নির্মাণের জন্য প্রথমে কাঁথি পুরসভায় ৫০ লক্ষ টাকা ডিপোজিট করেছিলেন তিনি। তারপর মোট ৯০ লক্ষ টাকা জমা করেছিলেন। কিন্তু তাঁর সেই প্ল্যান অনুমোদন হয়নি। তদন্তকারী দলের দাবি, এই লেনদেন সারদা কাণ্ডের সঙ্গে যুক্ত।এদিকে সুদীপ্ত সেনকে জিজ্ঞাসাবাদ নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, সারদা কর্তা বিভিন্ন বয়ান দিয়েছিলেন কোর্টে। কীভাবে শুভেন্দু তাঁকে কাঁথি নিয়ে গিয়ে কোটি কোটি টাকা নিয়েছেন, আমরা সেটা জানি। জেরায় কী বেরবে, সেটা তদন্তকারীরা বলবেন।