কলকাতা ব্যুরো: এবার করোনা আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র। তিনি ট্যুইট করে জানিয়েছেন করোনা পজিটিভ হওয়ার কথা। তাঁর ট্যুইটবার্তা, ভয়াবহ এই করোনা পরিস্থিতিতে যতটা সম্ভব মানুষের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করেছি। কিন্তু ভয়ঙ্কর কোভিড আমাকেও ছাড়লো না। কোনো উপসর্গ বা লক্ষণ ছাড়াই আক্রান্ত। এই অবস্থায় সবাইকে বাড়িতে থাকার অনুরোধ করেছেন তিনি।
তাঁর ঘনিষ্ঠরা বলছেন উপসর্গ ছাড়াই তিনি পজিটিভ হওয়ায় আপাতত চিকিৎসকদের পরামর্শে তিনি বাড়িতে রয়েছেন। তবে চিকিৎসকরা তাঁর উপরে নজর রাখছেন। প্রথম রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু করোনা আক্রান্ত হলেও চিকিৎসায় সুস্থ হন। কিন্তু তৃণমূল বিধায়ক তমোনাস ঘোষ করোনা আক্রান্ত হন। দীর্ঘ চিকিৎসাতেও তাঁকে বাঁচাতে পারেননি চিকিৎসকরা। আবার বিধায়ক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এখনো চিকিৎসাধীন।