নিফটি ও সেনসেক্স আগের থেকে সামান্য উপরে উঠলেও কিছু নামি স্টক যেমন অটো মোবাইল মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা নীচে নেমে নিজের ৮০০ সাপোর্ট জোনের কাছে আশায় নিরাশ করে। এছাড়াও টাটা মোটরস, টাটা পাওয়ার আই টি স্টক টি সি এসে সামান্য বে গেলেও কভাবে ভাবে কোম্পানি ভালো থাকায় এই সময়টা দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে ভালো।
সল্প সময়ের জন্যে কোল ইন্ডিয়া, marico Wipro Havells জিন্দাল স্টিল এর মতো স্টকগুলোর উপর লক্ষ্য করা যেতে পারে।
শেয়ার স্টক পরামর্শের জন্য যোগাযোগমৈনাক শর্মা8759689108(call and WhatsApp)