এক নজরে

মেট্রোর কাজ শুরু ২৩ এ

By admin

July 17, 2020

কলকাতা ব্যুরো: করোনা থাবায় থমকে যাওয়া মেট্রোর সুড়ঙ্গ খোঁড়ার কাজ ফের শুরু হচ্ছে। আগামী ২৩ জুলাই থেকে ফের কাজ শুরু হবে বলে ইস্ট ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে। কর্মীদের বেশ কয়েকজনের করোনা ধরা পরাই আক্রান্তের কারণে গত প্রায় সপ্তাহখানেক ব্যাঘাত ঘটে কাজে। সোমবার থেকে ধর্মতলা-শিয়ালদা অংশে পুরোপুরি কাজ বন্ধ করতে হয়। আক্রান্ত ও উপসর্গ দেখা দেওয়া কর্মীদের কাউকে আইসলেশনে আবার কাউকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। আতঙ্ক ছড়ায় কর্মীদের মধ্যে। পরিস্থিতি সামাল দিতে সকলের করোনা পরীক্ষা হয়। যাঁদের ধরা পরেছে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করার পর এবার ২৩ তারিখ থেকে কাজ শুরু হবে বলে সূত্রের খবর।

সব কর্মীদের একসাথে নয়। যাদের কোয়ারেন্টিনে থাকার ১৪ দিনের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তাদের দিয়েই কাজ শুরু হবে। ইস্ট ওয়েস্ট মেট্রোর বউবাজারের দিক থেকে সুরঙ্গ কাটতে কাটতে শিয়ালদার দিকে যাচ্ছে টানেল বোরিং মেশিন ঊর্বি।লকডাউনের জেরে দীর্ঘদিন ধরে থমকে ছিল ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ। আনলক ওয়ানে জুনের ১৫ তারিখ থেকে কাজ শুরু হয়। তার মাঝেই এই করোনা বিপত্তি।এদিকে বৃহস্পতিবার সকালে মেট্রো রেলের তপন সিনহা মেমোরিয়াল হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান বেশ কয়েকজন স্বাস্থ্য কর্মী। তাদের অভিযোগ হাসপাতাল ঠিক করে স্যানিটাইজ হচ্ছে না। তাই একের পর এক স্টাফ আক্রান্ত হচ্ছেন।