এক নজরে

৫ শহরে চালু মেট্রো

By admin

September 08, 2020

কলকাতা ব্যুরো: দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ সহ দেশের পাঁচ শহরে চালু হলো মেট্রো পরিষেবা। সোমবার থেকেই তা চালু হয়েছে। জানা গিয়েছে, প্রথম দিন যাত্রীদের ভিড় বেশ কমই ছিলো।

১৪ সেপ্টেম্বর থেকে সাধারণ যাত্রীদের জন্য চালু হতে চলেছে কলকাতা মেট্রো রেল। কিন্তু ১৩ সেপ্টেম্বর নিট পরীক্ষা থাকায় রাজ্য সরকারের অনুরোধ মেনে ওইদিন শুধুমাত্র নিট পরীক্ষার্থীদের জন্য মেট্রো রেল চালাবে কর্তৃপক্ষ।