এক নজরে

প্রনবে ট্যুইট শ্রদ্ধা

By admin

August 31, 2020

কলকাতা ব্যুরো: প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যু শুধু তার পরিবার বা কংগ্রেসের ক্ষতি নয়। ক্ষতি ভারতীয় রাজনীতির। সারাদেশে প্রনব মুখোপাধ্যায় এমন এক ব্যক্তিত্ব যাকে শুধু দেশের সীমারেখায় বেঁধে রাখা যায় না, তিনি ছিলেন বিদেশের সঙ্গে ভারতের রাজনৈতিক বন্ধুত্বের একটা শক্তিশালী সেতু। সেই সেতু আজ ভেঙে পড়ল। শোকার্ত দেশের রাজনীতিকরা। ডান-বাম- মধ্য পন্থী যিনি যে রাজনীতি বিশ্বাসী হোন তারা শ্রদ্ধার্ঘ জানালেন সকলে নিজের নিজের মতো করেই।