কলকাতা ব্যুরো: আজ, বুধবার রাজ্যগুলির মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে প্রথম বৈঠক প্রধানমন্ত্রীর হবে আটটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে। এই রিভিউ মিটিংয়ে আট টির মধ্যে এমন পাঁচটি রাজ্য রয়েছে, যেখানে দেশের করোনা সংক্রমনের ৫৩ শতাংশ রয়েছে। তার মধ্যে দিল্লি, মহারাষ্ট্র, ওয়েস্ট বেঙ্গল, কেরালা এবং রাজস্থান রয়েছে। গত ২৪ ঘন্টা য় দেশে সংক্রমনের ৫৩ শতাংশ এই রাজ্যগুলিতে। এ ছাড়া ছত্রিশগড়, হরিয়ানা এবং গুজরতকেও এই করোনা রিভিউ বৈঠকে থাকতে বলা হয়েছেমূলত নতুন করে এই আটটি রাজ্যেই সংক্রমণ বাড়তে থাকায় দুশ্চিন্তা বেড়েছে গোটা দেশের। সোমবার সুপ্রিম কোর্ট দিল্লি সহ কয়েকটি রাজ্যে সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে। মূলত প্রধানমন্ত্রী বৈঠকে এই আটটি রাজ্যের পরিস্থিতি এবং সংক্রমণ বাড়তে থাকায় তাদের অবস্থান জেনে নিতে চাইবেন।এর পরের বৈঠকটি প্রধানমন্ত্রী করবেন দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কর্তাদের সঙ্গে। মূলত ভ্যাকসিন এসে গেলে তা রাখা এবং কিভাবে ভ্যাকসিন দেওয়া হবে তা নিয়েই ওই বৈঠকে আলোচনার কথা। কেননা ভ্যাকসিন এসে গেলেই তা পাওয়ার জন্য রিকুইজিশন দিতে শুরু করেছে রাজ্যগুলি। কারা কি শর্তে কতগুলি করে ভ্যাকসিন পাবে, সেই ভ্যাকসিন কিভাবে বা কাদের প্রথম দেওয়া হবে, এ নিয়ে আলোচনা হতে পারে প্রধানমন্ত্রীর ওই দ্বিতীয় বৈঠকে।তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক মনে করছে, প্রথম বৈঠকটি যথেষ্ট বেশি গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপটে। কেননা নতুন করে সংক্রমণ বাড়তে থাকায় ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্য নতুন করে করোনা বিধি আরোপ করতে শুরু করেছে। এমনকি মহারাষ্ট্র রাজ্য লকডাউনের বিষয়েও আলোচনা শুরু করেছে। গুজরাটের বেশকিছু শহরে রাতে কারফিউ চালু করা হয়েছে। তাই বর্তমান পরিস্থিতিতে এই আট রাজ্যকে নিয়ে বেশি মাথাব্যথা কেন্দ্রের।