এক নজরে

পথ দুর্ঘটনায় ইউপিতে ১৪ জনের মৃত্যু

By admin

November 20, 2020

কলকাতা ব্যুরো: উত্তর প্রদেশ পথ দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু তে গভীর উদ্বেগে আদিত্য সরকার। বৃহস্পতিবার গভীর রাতে প্রয়াগরাজ ও লখনৌ হাইওয়েতে দেশ্রাজ ইনারা গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে বিয়ে বাড়ির একটি গাড়ি ধাক্কা মারলে ছয় নাবালক সহ ১৪ জনের মৃত্যু হয়। মৃতদের সকলেই নবাবগঞ্জ এলাকার বাসিন্দা। একটি বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন তারা। মানিকপুর থানার কাছে ঘটনাটি ঘটে। নাবালক দের সকলে সাত থেকে ১৫ বছর বয়সের।ঘটনার খবর পেয়ে উত্তরপ্রদেশ সরকারের শীর্ষ কর্তাদের ঘটনাস্থলে পাঠিয়েছে যোগী আদিত্যনাথ সরকার। যত দ্রুত সম্ভব দুর্গত পরিবারগুলির পাশে দাঁড়িয়ে যাবতীয় প্রয়োজনীয় সাহায্য করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।