কলকাতা ব্যুরো: ভয় ধরিয়ে দিতে পারে আজ করোনায় কলকাতায় মৃতের সংখ্যা। একদিনে ২১ জনের মৃত্যু হয়েছে কলকাতায়। উত্তর ২৪ পরগনায় মৃত্যু ১৩ জনের। রাজ্যে আজ মোট মৃত্যু ৪৫। সংক্রমণ সামান্য হলেও বেড়েছে। ফলে এই পরিসংখ্যানটাই এখনও পর্যন্ত সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪৯৬। এর মধ্যে কলকাতায় আক্রান্তের সংখ্যা ৬৭০, উত্তর ২৪ পরগনার ৬৪৪। দুই জেলা একেবারে কাছাকাছি। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা এখন ৭০ হাজারের বেশি।