কলকাতা ব্যুরো: বাংলার করোনা পরিস্থিতি আজ ভয়ানক। সংক্রমণ ও মৃত্যু দুটোতেই রেকর্ড রাজ্যে। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় আবার ঊর্ধ্বমুখী গ্রাফ। রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪৩৪। একদিনে মৃত্যু ৪৬ জনের। কলকাতায় আজ আক্রান্ত ৭৫০, মৃত ১৬। উত্তর ২৪ পরগনায় এই হিসেবটা যথাক্রমে ৫৭০ ও ১৩। একমাত্র স্বস্তির কারণ সুস্থতার হার বৃদ্ধি। এই হার আজ ৬৮.৩৩। মোট আক্রান্তের সংখ্যা ৬৭,৬৯২। টুকটুক করে লাখের দিকে এগোচ্ছি। এই অবস্থায় সবার সুযোগ সুবিধা দেখে লকডাউনে কোন লাভ হচ্ছে কি না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
Previous Articleভেজাল স্যানিটাইজার কারখানা
Next Article খুনির শ্বাস আর জোহরার দীর্ঘনিঃশ্বাস
Related Posts
Add A Comment