এক নজরে

মারাদোনার মোমের মূর্তি ও আসানসোলের শিল্পী সুশান্ত রায়

By admin

November 26, 2020

কলকাতা ব্যুরো: কলকাতায় ২০০৮ সালে মারাদোনার সফরের স্মৃতি এখনো টাটকা শিল্পী সুশান্ত রায়ের মনে। কারণ মারাদোনার সফরের আগে তাকে দিয়েই তড়িঘড়ি একটি মোমের মূর্তি তৈরি করিয়ে ছিলেন তৎকালীন মন্ত্রী সুভাষ চক্রবর্তী।

সেই মূর্তি দেখে কি বলেছিলেন দিয়েগো মারাদোনা? সুশান্ত কিভাবে তৈরি করেছিলেন ওই মূর্তি মাত্র কয়েকদিনের মধ্যে? মারাদোনার মৃত্যুর খবর পাওয়ার পর সেইসব টুকরো টুকরো অভিজ্ঞতার কথাই জানালেন আসানসোলের বাসিন্দা শিল্পী সুশান্ত রায়।

ঘটনাচক্রে মারাদোনার সেই সফরের কয়েক মাস পরেই অসুস্থ হয়ে মারা যান সুভাষ চক্রবর্তী। ফলে আগের পরিকল্পনা অনুযায়ী মারাদোনার সেই মূর্তি আর পাঠানো হয়নি আর্জেন্টিনায় তার বাড়িতে। এখন সেই মূর্তি রয়েছে নিউটাউনের ওয়াক্স মিউজিয়ামে। রাজ্য সরকার ফুটবলের রাজপুত্রের সেই মোমের মূর্তি রেখেছে সরকারি সংগ্রহশালায়। সেই মূর্তির সঙ্গে ছবি তুলেছিলেন বিস্ফারিত চোখে মারাদোনা। আর এখন ওয়াক্স মিউজিয়াম সেই মুহূর্তেই একটা অন্যতম দ্রষ্টব্য।