এক নজরে

মুখ্যমন্ত্রীর সঙ্গেই হরিয়ানায় করোনা অধ্যক্ষেরও

By admin

August 25, 2020

কলকাতা ব্যুরো: কী বিপত্তি হরিয়ানায়। বিধানসভার অধিবেশন শুরু হতে আর মাত্র দুদিন বাকি। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাঁকে। মুখ্যমন্ত্রীকে বাদ দিয়েও অধিবেশন যে চলতে পারে না, তা নয়। কিন্তু দৈব দূর্বিপাক বোধহয় একেই বলে।

বিধানসভার অধ্যক্ষেরও করোনা সংক্রমণ ধরা পড়েছে। তাঁর অনূপস্থিতিতে উপাধ্যক্ষও নাহয় কাজ চালাতে পারেন। কিন্তু মুখ্যমন্ত্রী ও অধ্যক্ষ, এই দুই হেভিওয়েটকে বাদ দিয়ে হরিয়ানা সরকার বিধানসভার অধিবেশন চালানোর ঝুঁকি নেবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। এর মধ্যে আবার হরিয়ানার দুই বিধায়কও করোনা আক্রান্ত হয়ে পড়েছেন।

মাত্র তো ৬০ সদস্যের বিধানসভা হরিয়ানায়। সেখানে একের পর এক বিধায়ক আক্রান্ত হলে অধিবেশন চালানো চাপের বৈকি। সেপ্টেম্বরে সংসদের বাদল অধিবেশনের আগে হরিয়ানার এই ঘটনা দুশ্চিন্তায় ফেলবে কেন্দ্রীয় সরকারকেও।