এক নজরে

Manipur Ambush: মণিপুরে অসম রাইফেলসের কনভয়ে ভয়াবহ জঙ্গি হামলা

By admin

November 13, 2021

কলকাতা ব্যুরো: আবারও জঙ্গি হামলার নিশানায় জওয়ানদের কনভয়। পুলওয়ামার স্মৃতি উসকে মণিপুরে আক্রান্ত অসম রাইফেলস-এর কনভয়। শনিবার সকাল দশটা নাগাদ অসম রাইফেলসের কম্যান্ডিং অফিসারের কনভয়ে অতর্কিতে হামলা চালায় সন্ত্রাসবাদীরা।

সংবাদ সংস্থা সূত্রে খবর, সেই সময় কনভয়ে ছিলেন কম্যান্ডিং অফিসারের গোটা পরিবার। অফিসারের স্ত্রী ও সন্তান সহ সাত জওয়ানের মৃত্যুর আশঙ্কা। মণিপুরের চুরাচাঁদপুর জেলার সিংঘাট সাব ডিভিশন অঞ্চল দিয়ে কনভয়টি যাওয়ার সময়ই আচমকা হামলা চালায় সন্ত্রাসবাদীরা।

মনে করা হচ্ছে, মণিপুরের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিপল’স লিবারেশন আর্মি-এর এই হামলার পিছনে হাত রয়েছে। সাম্প্রতিক অতীতে মণিপুরে এত ভয়ঙ্কর হামলা আর হয়নি।

২০১৯ সালে ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় সেনা কনভয়ে হামলা চালায় আতঙ্কবাদীরা। ঘটনায় শহিদ হয়েছিলেন ৪০ জন সিআরপিএফ জওয়ান। ঘটনায় মূল ষড়যন্ত্রকারী হিসেবে উঠে আসে পাক জঙ্গি সংগঠন জইশ-ই- মহম্মদের নাম। এদিন কনভয়ে ছিল ৭৮ বাস। প্রায় আড়াই হাজার সেনা এদিন জম্মু থেকে শ্রীনগরে যাচ্ছিলেন। সেই সময় তাঁদের উপর এই হামলা চালানো হয়।