এক নজরে

আদালতের বিচার কখনও এক পক্ষের হয় না, নিরপেক্ষ হয়

By admin

August 25, 2022

কলকাতা ব্যুরো: বৃহস্পতিবার নিউ সেক্রেটারিয়েটের বি ব্লকে উদ্বোধন হল কলকাতা হাইকোর্টের নতুন বিভাগের। অনুষ্ঠানে মামলা চলাকালীন মিডিয়া ট্রায়াল থেকে শুরু করে হাইকোর্টে পড়ে থাকা মামলা নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, মুখ্যমন্ত্রী এদিনের অনুষ্ঠানে বলেন, মানুষ এখানে আসেন ন্যায়বিচার পেতে। আর ন্যায় কখনও একপক্ষ হয় না। ন্যায়বিচার সবসময়ে নিরপেক্ষ হয়।

এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি-সহ অন্যান্য বিচারপতিদের উপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষ যখন সব জায়গায় আস্থা হারিয়ে ফেলে তখন বিচারব্যবস্থার কাছে আসে। এরপরই মমতা একটা অনুরোধ আমর রয়েছে। বহু মামলা পড়ে রয়েছে। ওইসব মামলা যত তাড়াতাড়ি সম্ভব বিচার করুন। আরও কিছু মহিলা বিচারপতি দিন। জানি আপনারা অনেক চেষ্টা করছেন। তবুও বলব যেসব মামলা ৩-৪ বছর পড়ে রয়েছে তার নিস্পতি দ্রুত করার ব্যবস্থা করুন। কোনও মিডিয়া ট্রায়াল নয়, প্লিজ। বিচারব্যবস্থা চলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। তাই মিডিয়ার বন্ধুদের বলছি, কোনও মিডিয়া ট্রায়াল নয়। এটা আমার অনুরোধ। কাউকে ডিফেম করবেন না। একমাত্র সত্যিটাই লিখুন।

মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, গণতান্ত্রিক কাঠামোতে বিচারব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোট ৮৮টি ফাস্টট্র্যাক কোর্ট ছিল। সবকটিই বন্ধ করে দেওয়া হয়েছিল। যখন আমাদের সরকার ক্ষমতায় আসে তখন চন্দ্রিমা এসে বলে ৮৮টি কোর্টই বন্ধ হয়ে যাচ্ছে। তখন আমি বলি আমরা নিজেদের টাকায় ওইসব কোর্ট চালু করব। এদের মধ্যে ৫৫টি মহিলাদের মামলার বিচারের জন্য। বাকীগুলো সবার জন্য।

এছাড়াও ৭টি পক্সো আদালতও চালু করেছি। শিলিগুড়ি সার্কিট বেঞ্চ চালু করা হয়েছে। স্বাধীনাতার সময়ে বহু উল্লেখযোগ্য মামলার সাক্ষী হল কলকাতা হাইকোর্ট। নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের বি ব্লকে হাইকোর্টের নতুন বিভাগের উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এদিন বলেন, হাইকোর্টে রোজই বহু মানুষ আসেন। বিচারপতিরা কাজ করার জন্য ঘর পাচ্ছেন না। সেসব কথা মাথায় রেখে এই ব্যবস্থা করা হয়েছে।