এক নজরে

মুখ্যমন্ত্রীর বাড়ির কাজের লোকও আক্রান্ত

By admin

October 03, 2020

কলকাতা ব্যুরো: রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বাড়ির মধ্যেই করোনা ঢুকে পড়েছে। ফলে আরো বেশি মানুষকে সতর্ক থাকার কথা বলছেন মুখ্যমন্ত্রী। শনিবার তিনি বলেন, কালীঘাটে আমার দপ্তরে যে কর্মী ফোন ধরেন, তিনিও করোনা আক্রান্ত। যিনি চা দেন তারও করোনা ধরা পড়েছে। ফলে মানুষকে খুব সাবধানে থাকার জন্য তিনি পরামর্শ দেন।

তার কথায়, পুজোর সময় মানুষ রাস্তায় বেরোলে মেলামেশা কিছুটা হলেও বাড়বে। তাই সকলকে সতর্ক হয়ে চলতে হবে। এদিন তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিলে শেষে তিনি বক্তব্য রাখেন। পূজার মধ্যেও তৃণমূল আন্দোলনে যুক্ত থাকবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন। সে কারণে কি কি করনীয় তার তালিকা দল করে দিয়েছে বলে তিনি জানিয়েছেন। তার কথায়, এতদিন করোনা পরিস্থিতির জন্য রাজনৈতিক কর্মসূচি বন্ধ রেখেছিল তৃণমূল।

কিন্তু হাথরাস কান্ডের প্রেক্ষিতে আমরা বাধ্য হয়েছি পথে নামতে। রাজ্যে করোনা সংক্রমণ বাড়ার জন্য তিনি বিজেপিকে দায়ী করেছেন। তার কথায়, বিজেপি কোন কিছুই মানছে না।