%%sitename%%

এক নজরে

বাস-মিনিবাসের কর, পারমিট ফি মকুবে খুশি বাস মালিকেরা

By kolkata361Desk

August 06, 2020

কলকাতা ব্যুরো: করোনা আবহে বেসরকারি বাস-মিনিবাস সংগঠনের মালিকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মকুব করা হল বেসরকারি বাস- মিনিবাসের ট্যাক্স। পাশাপাশি মোটর ভেহিক্যালের অতিরিক্ত কর এবং পারমিট ফিও মকুবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়, ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই ছ মাস সময়ে বাস-মিনিবাস মালিকদের কোনও ট্যাক্স দিতে হবে না। তার ফলে গোটা রাজ্যে প্রায় ২৫ হাজার বেসরকারি বাসের মালিক উপকৃত হবেন।

বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে কর মকুবের কথা ঘোষণা করেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্রসচিবের ঘোষণার পরে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যের তরফে বাস মালিকদের জানানো হয়েছিল ১৫ হাজার টাকা করে ভর্তুকি দেওয়া হবে। কিন্তু তার পরিবর্তে কর মকুবের দাবি জানিয়েছিলেন বাস মালিকদের সংগঠনগুলি। সেই দাবি অনুযায়ীই কর মকুবের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।রাজ্য সরকারের এই সিদ্ধান্তে তাই স্বভাবতই খুশি বাস সংগঠনগুলি। তারা জানিয়েছে, রাস্তায় বাস পরিষেবা নিয়ে আর কোনও সমস্যা হবে না। পর্যাপ্ত সংখ্যক বাস মিনিবাস রাস্তায় নামবে।