এক নজরে

#Mamata Banerjee : মানুষের বৃষ্টি ২০২৪-এ বিজেপিকে ভারত থেকে ভাসিয়ে নিয়ে যাবে

By admin

July 21, 2022

কলকাতা ব্যুরো: দু’বছর পর ফের ধর্মতলায় ফিরল তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের কর্মসূচি। লক্ষ-লক্ষ কর্মী-সমর্থকদের সামনে প্রত্যাশিতভাবেই বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কাকতালীয়ভাবে ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের কর্মসূচি চলাকালীন প্রতিবারই বৃষ্টি হয়। এবারও হয়েছে। বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ভাষণ দিচ্ছিলেন, তখন মুষলধারে বৃষ্টি নামে ধর্মতলায়। অভিষেকের ভাষণ শেষ হওয়ার পর বৃষ্টি অনেকটা কমে যায়। মমতা (Mamata Banerjee) যখন বলতে ওঠেন, তখন বৃষ্টি থেমে রোদের আলো দেখতে পাওয়া যায়।

ঠিক সেই সময়, অর্থাৎ বেলা ১২টা ৫২ মিনিটে ভাষণ শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বক্তব্যের শুরুতেই বৃষ্টির প্রসঙ্গ টানেন তিনি। দলনেত্রী বলেন, মানুষের বৃষ্টি ২৪-এ বিজেপিকে ভারত থেকে ভাসিয়ে নিয়ে যাবে। মমতার আরও দাবি, আমাদের মেরুদণ্ড সোজা, ওদের মেরুদণ্ড বাঁকা। আমরা মাথা উঁচু করে চলি। ইডি, সিবিআই ওদের মেরুদণ্ড।

বিজেপি সব জায়গায় সরকার ভাঙছে বলেও এদিন অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। তিনি বলেন, বিজেপি সব জায়গায় সরকার ভাঙছে, এটাই ওদের কাজ। বাংলায় আমাদের অনেকভাবে ভাঙতে চেষ্টা করেছিল কিন্তু পারেনি। বেকারত্ব নিয়েও কেন্দ্রের মোদি সরকারকে বিঁধেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দেশে বেকারত্ব বাড়লেও বাংলায় তা কমেছে বলে তিনি দাবি করেছেন। সব প্রতিষ্ঠানও বিজেপির সরকার নষ্ট করে দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
এছাড়া জিএসটি নিয়েও একুশের শহিদ দিবসের মঞ্চ থেকে মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মমতা (Mamata Banerjee)৷ অগ্নিপথ নিয়েও সমালোচনা করেন ৷ সেনাবাহিনীকে প্রকৃত সম্মান করা উচিত বলেও তিনি দাবি করেছেন ৷ বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করারও অভিযোগ তুলেছেন তিনি ৷ তবে উল্লেখযোগ্যভাবে বৃহস্পতিবার তৃণমূলের শহিদ সমাবেশের মঞ্চ থেকে গোটা আগস্ট মাসের কর্মসূচি স্থির করে দিলেন দলনেত্রী।

একনজরে কর্মসূচী

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আরও জানান, তবে দুর্গাপুজোর পর কী কী পরবর্তী পরিকল্পনা রয়েছে, তা স্থির হবে পরে। তৃণমূল শৃঙ্খলাবদ্ধ দল তাই কমিটির নির্দেশ অনুযায়ী পদক্ষেপ করতে হবে কর্মীদের।
পাশাপাশি এদিন দলীয় কর্মীদের জনসংযোগ রক্ষা করার বার্তা দেন দলনেত্রী। তিনি বলেন, আমি চাই আমার প্রত্যেক কর্মী হেঁটে এলাকায় ঘুরুন। সকলের সঙ্গে কথা বলুন। দেখা করুন। চায়ের দোকানে বসুন। কাউকে চা খাওয়ান। তবে চা বিক্রেতাকে টাকা দিতে ভুলবেন না।