এক নজরে

জয়েন্ট-নিট বন্ধ রাখতে আর্জি মমতার

By admin

August 24, 2020

কলকাতা ব্যুরো: সেপ্টেম্বরে নিট ও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়ার বিরোধীতা করে ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সম্প্রতি জয়েন্ট ও নিট এ বছর না করতে কেন্দ্রকে নির্দেশ দিতে দায়ের হওয়া একটি মামলা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বক্তব্য ছিল, পূর্ব ঘোষণা মতো সেপ্টেম্বরেই ওই পরীক্ষা হবে। এ ভাবে পরীক্ষা বাতিলের আবেদন করে আদপে পড়ুয়াদেরই ক্ষতি করে হচ্ছে বলে মন্তব্য করে শীর্ষ আদালত।

যদিও সোমবার এক ট্যুইটবার্তায় মুখ্যমন্ত্রী বলেছেন, সেপ্টেম্বরে এই পরীক্ষা নিতে গিয়ে কেন্দ্র পড়ুয়াদের ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। তার থেকে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত সময় দেওয়া উচিত বলে মনে করেন মমতা।

এর আগে ভিডিও বৈঠকে প্রধানমন্ত্রীকে ইউজিসি-র গাইডলাইন অনুযায়ী এ বছর সেপ্টেম্বর পর্যন্ত উচ্চ শিক্ষার সব পরীক্ষা বন্ধ রাখতে বলেছিলেন পড়ুয়াদের ঝুঁকি থেকে বাঁচাতে।