এক নজরে

দ্রুত মাঠের জল সরাতে এবং গ্রামের রাস্তা ঠিক করতে নির্দেশ মমতার

By admin

August 25, 2020

কলকাতা ব্যুরো: গত কয়েকদিনের বৃষ্টিতে গ্রামগঞ্জের বহু মাঠই এখন জলের তলায়। বৃষ্টি চলবে আরো কয়েকদিন। পরিস্থিতি সামাল দিতে মাঠে জমা জল দ্রুত সরাতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একশো দিনের কাজের প্রকল্পের মাধ্যমে এ কাজ করতে আজকের বৈঠকে জেলাগুলিকে নির্দেশ দেন তিনি। এদিনের বৈঠকে ১০০ দিনের কাজের টাকা সব জেলায় পুরোপুরি খরচ না হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। জেলাগুলোকে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলেন তিনি। তাঁর বক্তব্য, করোনার অজুহাতে সরকারি প্রকল্পের কাজ ফেলে রাখা যাবে না।

ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলার বিস্তীর্ণ এলাকা জলের তলায়। যথেষ্ট ক্ষতি হচ্ছে সব্জি থেকে ধানের। এই পরিপ্রেক্ষিতেই জেলাগুলিকে ওই নির্দেশ মমতার।একইসঙ্গে প্রবল বর্ষণে গ্রামের বহু রাস্তাই বেহাল হয়ে গিয়েছে। দ্রুত ভাঙা রাস্তা মেরামতেও জেলাগুলোতে নির্দেশ দেন মমতা। তিনি বলেন, শুধু বড় রাস্তাগুলো সারালে হবে না। মেরামত করতে হবে গ্রামের ভেতরের রাস্তাগুলোও। বড় বড় গাড়ি সে সমস্ত রাস্তায় ঢোকার ফলে সেগুলো খারাপ হয়ে পড়ছে। একইসঙ্গে তাঁর বক্তব্য, শুধু রাস্তা সারালেই চলবে না, তার গুনগত মানও নিশ্চিত করতে হবে। সেগুলো যেন ফের দ্রুত খারাপ না হয়ে পড়ে তা দেখতে হবে।