এক নজরে

#MamataBanerjee: ক্যানসারে আক্রান্ত সাংবাদিক, চিকিৎসার ভার নিলেন মুখ্যমন্ত্রী

By admin

June 09, 2022

কলকাতা ব্যুরো: ফের রাজ্যের মুখ্যমন্ত্রীর মানবিকতার সাক্ষী রইলেন রাজ্যবাসী। রাজ্যের এক সাংবাদিক দূরারোগ্য ক্যানসারে ভুগছেন, এই খবর শুনেই তাঁর চিকিৎসার দায়িত্ব নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, ওঁর সমস্ত চিকিৎসার ভার সরকারের। এসএসকেএমে ভরতি করানো হোক। উন্নতমানের চিকিৎসা হবে। যা খরচ লাগবে, রাজ্য দেবে। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডে সুবিধার কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক স্বর্ণেন্দু দাস। সদ্যই জানা গিয়েছে, তিনি ক্যানসারে আক্রান্ত। চিকিৎসার বিপুল ব্যয়। সেই খরচ বহন করা খুবই কঠিন তাঁর পরিবারের পক্ষে। তাই সাংবাদিকের সাহায্যার্থে এগিয়ে এসেছিলেন তাঁর বন্ধু, শুভাকাঙ্খীরা। সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আবেদন জানিয়েছেন। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়টি তোলেন তাঁরই কোনও সতীর্থ। মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য প্রার্থনা করেন। এই মুহূর্তে রাজ্যের বাইরে চিকিৎসা চলছে স্বর্ণেন্দুর। সেকথাও জানতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই তিনি সবরকম স্বর্ণেন্দুর চিকিৎসার দায়িত্ব নেবেন বলে জানান।

মুখ্যমন্ত্রী প্রথমেই এসএসকেএমের কথা উল্লেখ করেন। বলেন , ওঁকে বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর দরকার কী?এসএসকেএমে নিয়ে আসা হোক।  এখানে ভাল চিকিৎসা হয়। ওঁর যাতায়াতের ভাড়া আমরা দেব। চিকিৎসার খরচও রাজ্য সরকারের।

এরপর তিনি খোঁজ নেন স্বর্ণেন্দু স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাচ্ছে কি না। প্রয়োজনে সেই সুবিধাও দেওয়া হবে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।