এক নজরে

রাজ্যের মন্ত্রীদের পাইলট কার ব্যবহারে নিষেধাজ্ঞা মুখ্যমন্ত্রীর

By admin

August 18, 2022

কলকাতা ব্যুরো: পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির পর সতর্ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কোনোভাবেই যাতে দলের ভাবমূর্তি নষ্ট না হয় সেদিকে নজর দিলেন দলনেত্রী। আর সেকারণেই মন্ত্রিসভার সদস্যদের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে কড়া পদক্ষেপ নিলেন তিনি। মন্ত্রীসভার রদবদলের পর বৃহস্পতিবার নবান্নে রাজ্য মন্ত্রীসভার প্রথম বৈঠকে মন্ত্রীদের পাইলট কার ব্যবহার করতে বারণ করলেন মুখ্যমন্ত্রী। এছাড়া কাগজপত্রে সই করার আগে ভাল করে দেখে নেওয়ার পরামর্শও দিলেন তিনি। পাশাপাশি এদিন সাধারণ মানুষের জন্য রাস্তায় নেমে কাজ করার বার্তা শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়। এদিনের বৈঠকে মমতা সাফ জানিয়ে দেন কোনও মন্ত্রীরা আর পাইলট কার ব্যবহার করতে পারবেন না। জেলা থেকে কলকাতায় আসলেও পাইলট কার ব্যবহার করা যাবে না। এছাড়া প্রতিমন্ত্রীদের জন্য এবার থেকে আলাদা কাজ ঠিক করে দেবে মুখ্যমন্ত্রীর দপ্তর।

তবে উল্লেখযোগ্যভাবে এদিনের বৈঠকে জ্যোতিপ্রিয় মল্লিককে কিছুটা ধমক দেন মুখ্যমন্ত্রী। বৈঠকের শুরুতেই তাঁর দিকে প্রশ্ন ছুঁড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জিজ্ঞাসা করেন, বালু তোমার নামে এত অভিযোগ শুনছি কেন? পরিচ্ছন্ন ভাবমূর্তি রেখে চলো। কেন আমাকে অভিযোগ শুনতে হবে? এরপরই নতুন মন্ত্রীদের একাধিক সতর্কবার্তা দেন মুখ্যমন্ত্রী। এমনিতেই পার্থ ও অনুব্রতর গ্রেফতারি ইস্যুতে মুখ পুড়েছে শাসক দলের। বাদ যাননি মুখ্যমন্ত্রী স্বয়ং। তাই এসব করলে দল যে মেনে নেবে না তা এদিনের বৈঠকেই পরিষ্কার করে দেন মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী মন্ত্রীদের পরামর্শ দেন কাগজপত্র ভাল করে পড়তে হবে। কাগজপত্র ভালো করে পড়ে তবেই স্বাক্ষর করতে হবে। কাগজপত্র ভালো করে বোঝার পরই সিদ্ধান্ত নিতে হবে। এদিকে, মুখ্যমন্ত্রীর বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যে শিল্পের প্রসারে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানান তিনি। রাজ্যে ১৮টি ইন্ডাস্ট্রিয়াল ইউনিট এবং ৫টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হবে। তার মধ্যে চারটি ইন্ডাস্ট্রিয়াল ইউনিটের নাম ঘোষণা করেন চন্দ্রিমা। সেগুলি হল- সিজি ফুডস প্রাইভেট লিমিটেড, বিদ্যাসাগর ইন্ড্রাস্ট্রিয়াল পার্ক, এস এস গ্লোবাস, বার্জার পেন্টস, জুবিলিয়ান ফুড ওয়ার্ক লিমিটেড।