%%sitename%%

এক নজরে

By Election: চার কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা মমতার

By admin

October 03, 2021

কলকাতা ব্যুরো: নিজে জিতলেন বিপুল ভোটে। ভবানীপুর উপনির্বাচনের ফল ঘোষণার দিনই বাকি তিন কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো।  দিনহাটায় উদয়ন গুহ, খড়দহে শোভনদেব চট্টোপাধ্যায় এবং শান্তিপুরে ব্রজকিশোর গোস্বামীর নাম ঘোষণা করেন তিনি। গোসাবার প্রার্থী এদিন বিকেলে ঘোষণা করা হয় দলের তরফে। সেখানে ঘাসফুল শিবিরের হয়ে দাঁড়াচ্ছেন সুব্রত মণ্ডল।

রবিবার ভবানীপুর উপনির্বাচনে ৫৮ হাজার ৮৩২ ভোটে জয়ী হন তৃণমূল সুপ্রিমো। ২০১১-এর থেকেও দ্বিগুণ ভোট তিনি এই উপনির্বাচনে পেয়েছেন। নিজেই ভেঙেছেন নিজের রেকর্ড। এদিন ভোটে জেতার পর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি ৷ সেখানে এই তিন কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করলেন ৷ পাশাপাশি দলীয় কর্মীদের এদিনই কোনও বিজয় মিছিল করতেও মানা করেন৷ মনে করালেন আবহাওয়ার কথা ৷

কমিশন জানাচ্ছে, পুজোর পর আগামী ৩০ অক্টোবর এই চার কেন্দ্রের ভোটগ্রহণ হবে। গণনা হবে আগামী ২ নভেম্বর।