এক নজরে

দিল্লি সফরে মমতা-অভিষেক

By admin

August 04, 2022

কলকাতা ব্যুরো: চারদিনের দিল্লি সফরে রাজধানী গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এই চারদিনে মুখ্যমন্ত্রী সাক্ষাতের যে তালিকা সরকারি ভাবে প্রকাশ করা হয়েছে, তাতে কোথাও প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের কথা বলা হয়নি। যদিও রাজনৈতিক মহলের খবর, শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হতে পারে মমতার।

চারদিনের সফরে শনিবার রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। একান্ত সাক্ষাৎ হতে পারে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে। রবিবার যোগ দেবেন নীতি আয়োগের বৈঠকে। সূত্রের খবর, তৃণমূলের সংসদীয় দলের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন মমতা।

প্রসঙ্গত, মমতাই তৃণমূলের সংসদীয় কমিটির চেয়ারম্যান।মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তাদের দাবি, তৃণমূল দলটা দুর্নীতিতে ভরে গিয়েছে। ইডির একের পর এক হানায় দুর্নীতির জাল খুলছে। নিজেকে এবং ভাইপো অভিষেককে বাঁচাতে দিল্লি যাচ্ছেন মমতা। বিজেপির এই কটাক্ষের জবাব দিয়েছে তৃণমূল।

দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ঘৃণ্য রাজনীতি করা ছাড়া মানুষের হৃদয় থেকে মুছে যাওয়া বিজেপির আর কোনও কাজ নেই। মমতার মতন একজন নেত্রী দিল্লি যাবেন এটাই স্বাভাবিক। সংসদীয় কমিটির সঙ্গে বৈঠক করবেন। এর মধ্যে কোনও রাজনীতি নেই।