এক নজরে

মালয়েশিয়ায় প্রশিক্ষণ নেওয়া জঙ্গিদের বাংলাদেশ সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকে হামলার আশঙ্কা

By admin

December 13, 2020

কলকাতা ব্যুরো: মালয়েশিয়ায় শক্তি বৃদ্ধি করা জঙ্গিগোষ্ঠী বাংলাদেশ বা নেপাল সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকে পড়তে পারে বলে এ রাজ্যকে আগাম সতর্ক করল কেন্দ্র। ওই জঙ্গিগোষ্ঠীর মাথায় রয়েছেন এক মহিলা। দীর্ঘদিন ধরে তাকে মায়ানমারে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ভারতে হামলা চালানোর জন্য চেন্নাইয়ে একটি হাওলা ডিলারের মাধ্যমে তার কাছে অর্থ এবং অন্যান্য পরিকাঠামো পাঠানোর কাজ চালাচ্ছে জঙ্গিগোষ্ঠী।

মূলত কুয়ালালামপুরে ঘাটি করে থাকা রোহিঙ্গা জঙ্গি নেতা মোহাম্মদ নাসির এবং জঙ্গিদের অন্যতম পরামর্শদাতা জাকির নায়েকের মাধ্যমে এই দলটিকে ভারতের বিরুদ্ধে হামলা চালানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে গোয়েন্দা সূত্রের খবর। সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত সেই ইন্টেলিজেন্স তথ্য অনুযায়ী, বাংলাদেশ বা নেপাল সীমান্ত দিয়ে এদেশে ঢোকার আশঙ্কা রয়েছে ওই জঙ্গিদের। শনিবার রাতেই এ রাজ্য ছাড়াও, উত্তর প্রদেশ, বিহার, পাঞ্জাব, দিল্লি পুলিশকে সতর্ক করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। ওই জঙ্গিগোষ্ঠী দিল্লি অযোধ্যা বুদ্ধগয়া শ্রীনগর অথবা এ রাজ্যের কোন বড় শহরে হামলা চালানোর ছক করেছে বলে গোয়েন্দা সূত্রের খবর।