এক নজরে

বিমানবন্দরে শেয়ালের উৎপাত ঠেকাতে কমিটি বনদপ্তরের

By admin

November 07, 2020

কলকাতা ব্যুরো: বিমানবন্দরের শেয়ালের উৎপাতে বিশেষ নজরদারি টিম তৈরি করল বনদপ্তর। কলকাতা বিমানবন্দরেও একই রকম শেয়ালের উৎপাত রয়েছে। তবে এই কমিটি করেছে অসম বনদপ্তর। কেননা অসমের গুয়াহাটি বিমানবন্দরেও শেয়ালের উৎপাতে ব্যতিব্যস্ত বিমানবন্দর কর্তৃপক্ষ।যদিও এখন পর্যন্ত শিয়ালের কামড় বা আক্রমণে কোন দুর্ঘটনা ঘটেনি। তা সত্ত্বেও তাদের উৎপাতে ব্যবস্থা নিল অসমের বন ও পরিবেশ দপ্তর। রাজ্য চিড়িয়াখানা ডিভিশন একটি দল তৈরি করে দিয়েছে। কিভাবে শিয়ালদের উৎপাত দেখলে তাদের ধরে অন্যত্র পাঠানো যাবে সে ব্যাপারে ওই দলটি কাজ করবে। তাদের জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এস ওপি তৈরি করে দেওয়া হয়েছে। যার ফলে এখন থেকে বিমানবন্দরে শেয়ালের আনাগোনা দেখা গেলে, তাদের ধরে অন্যত্র নিরাপদ আশ্রয় পাঠিয়ে দেবে বিমানবন্দর কর্তৃপক্ষ ও বনদপ্তর এর কর্মীরা।

কলকাতা বিমানবন্দর ছাড়াও দিল্লি বিমানবন্দরেও একই রকম সমস্যা রয়েছে। তবে তা নীলগাই নিয়ে। আবার আহমেদাবাদ বিমানবন্দরে সমস্যা বাঁদরের উৎপাত। মহীশূর রয়েছে ময়ূরের নাচন। দেরাদুন বিমানবন্দরে আবার বন বিড়ালের উৎপাত চলে। ফলে বিভিন্ন জায়গায় বিমানবন্দরে বিভিন্ন রকমের পশু পাখি নিয়ে সমস্যা নিত্যই লেগে থাকে।