এক নজরে

বৃহস্পতিবার চালু হচ্ছে মাঝেরহাট ব্রিজ

By admin

November 28, 2020

কলকাতা ব্যুরো: ভেঙে পড়ার প্রায় দু বছর পরে অবশেষে চালু হতে যাচ্ছে মাঝেরহাট সেতু। আগামী বৃহস্পতিবার বিকেল চারটেয় এই নব নির্মিত সেতুর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু’বছর আগে এক বিকেলে হঠাৎ ভেঙে পড়েছিল মাঝেরহাটের রেল সেতু। তারপরে চরম দূর্ভোগে গত দু’বছর কাটাতে হয়েছে বেহালা থেকে শুরু করে দক্ষিণ শহরতলী ও দক্ষিণ ২৪ পরগনায় বসবাসকারী কয়েক লক্ষ মানুষকে। যাদের আগে প্রতিনিয়ত কলকাতায় যোগাযোগ ছিল মাঝেরহাট সেতু হয়ে।

এই সেতু ভেঙে পড়ার পরেই তা নির্মাণ নিয়ে প্রথমে রেল ও রাজ্যের মধ্যে তাল ঠোকাঠুকি বেধে যায়। পরবর্তীতে দুপক্ষই নিজেদের মত কাজ করলেও, সেই কাজ কাদের জন্য এখনো শেষ মুহূর্তে আটকে রয়েছে ফের তা নিয়ে গোলমাল বাধে দুদিন আগে।

হঠাৎ করেই বিজেপির স্থানীয় সর্মথকরা মাঝেরহাট ব্রিজ চালুর দাবিতে গোলমাল বাধান। তখন রাজ্যের তরফ এ দাবি করা হয়, রেলের জন্য এখনও কাজ আটকে থাকায় সেতুর উদ্বোধন করা যাচ্ছে না। তার ২৪ ঘন্টার মধ্যেই রেল থেকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়, তাদের কাজ শেষ হয়ে গিয়েছে। আর সেই চিঠি পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই রাজ্য সরকার জানিয়ে দিল, বৃহস্পতিবার চালু হচ্ছে মাঝেরহাট সেতু।