এক নজরে

মহেশ মঞ্জরেকরের কাছে ৩৫ কোটি ‘তোলা’ হুমকি

By admin

August 27, 2020

কলকাতা ব্যুরো: তিনি পাকিস্তানে বসে থাকলেও তাঁর দেখানো পথে এখনো তোলাবাজি অব্যাহত মুম্বাইয়ের ফিল্ম জগতে। দাউদ ইব্রাহিমের পথেই এবার হুমকি ফোনে ৩৫ কোটি টাকা ‘তোলা’ চাওয়ার অভিযোগ অভিনেতা ও পরিচালক মহেশ মঞ্জরেকারের কাছে।

এবার ডন আবু সালেমের লোকেদের বিরুদ্ধে অভিযোগ। যদিও ১৯৯৩ এর মুম্বাই বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত আবু সালেম, প্রদীপ জৈন খুনে এখন যাবজ্জীবন সাজা খাটছে মুম্বাইয়ের আর্থার রোড জেলে। যদিও এটাই প্রথম নয়, মুম্বাই ফিল্ম জগৎ থেকে তোলা বাজিতে তার নাম আগেও জড়িয়েছে। গুলশান কুমার, সুভাষ ঘাই, রাকেশ রোশনের মতো ফিল্ম জগতের লোকেদের অপহরণ বা প্রাণে মারার হুমকি দিয়ে তোলা আদায়ের অভিযোগ উঠেছে আবু সালামের বিরুদ্ধে। এমনকি গুলশান কুমার খুনেও তার লোকেদের নাম জড়িয়েছে।

উত্তর প্রদেশের আজমগর থেকে টাকা আয় করতে এসে ডাউদের গাড়ির চালক হিসেবে মুম্বাইয়ে জীবন শুরু আবুর। তারপর থেকে অপরাধ জগতে হাত পাকানো।এবার অবশ্য মুম্বাই পুলিশ অভিযোগ পাওয়ার পরেই ফোনের সূত্র ধরে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে। জেলে বসেই যে আবু সালেম এখনো মুম্বাইয়ের রুপোলি জগতে অপরাধ চালিয়ে যাচ্ছে তার আরও একবার প্রমান মহেশ মঞ্জরেকরের ঘটনা।