এক নজরে

মহারাষ্ট্রে এবার রাজভবন-রাজ্য সরকার কাজিয়া

By admin

October 15, 2020

কলকাতা ব্যুরো: রাজভবনকে নিয়ে রাজ্য সরকারের ব্যতিব্যস্ত থাকার ছবি এ রাজ্য গত বছর খানেক ধরেই দেখছিল। এবার মহারাষ্ট্র নাম লেখালো সেই দলে। তবে বিজেপির সহযোগী হিসেবে কাজ করা মহারাষ্ট্রের শিবসেনা সরকার রাজ্যপালের আচার-আচরণে অসন্তুষ্ট হয়ে সরাসরি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিব কে দাবি জানিয়েছেন, যদি রাজভবনের সম্মান রাখতে হয়, সেক্ষেত্রে এখনই তাকে সরিয়ে নিতে পারেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী।

গোলমাল এর সূত্রপাত শিবসেনার মুখপত্র সামনা এ বেরোনো একটি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে। বিজেপি যদি মন্দির গুলি খুলতে চায়, তাহলে তার আগে একটি জাতীয় নীতি তাদের তৈরী করা দরকার বলে মন্তব্য করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে। তার বক্তব্য, সারাদেশেই বহু মন্দির এই মহামারী আবহে বন্ধ হয়ে রয়েছে।মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে সমালোচনা করতে গিয়ে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কেশরী লিখেছেন, মুখ্যমন্ত্রী কবে ধর্মনিরপেক্ষ হয়ে গেলেন। তার এই বক্তব্যের পরই রাজ্যপাল এবং রাজ্য সরকারের বিরোধ প্রকাশ্যে চলে এসেছে। রাজ্যপাল রাজ্য সরকারকে চিঠি দিয়ে বলেছিল, রাজ্যের সমস্ত মন্দিরগুলি করোনা আবহে বন্ধ রয়েছে। সেগুলি খুলে দেওয়ার ব্যবস্থা নিন সরকার।

রাজ্যপালের যুক্তি, সরকার একদিকে মদের দোকান, পানশালা, রেস্তোরাঁ খুলে দিচ্ছে। অন্যদিকে মন্দির বন্ধ হয়ে থাকবে তা উচিত নয়। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বিজেপির এ ব্যাপারে জাতীয় নীতি তৈরীর দাবি তুলেছিলেন। আর তাকে কেন্দ্র করেই মুখ্যমন্ত্রীকে ধর্মনিরপেক্ষ খোটা দেওয়া নিয়ে এখন মহারাষ্ট্রে রাজভবন আর রাজ্য সরকারের কাজিয়া বেড়ে গিয়েছে।