এক নজরে

মহারাষ্ট্রের মহাদে বাড়ি ভেঙে পাঁচ জন নিহত, আহত বহু

By admin

August 25, 2020

কলকাতা ব্যুরো : মহারাষ্ট্রের মহাদে একটি ফ্লাট বাড়ি ভেঙ্গে পাঁচ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় এই ফ্ল্যাট বাড়িটি হঠাৎই ভেঙ্গে পরে। দমকল খবর পাওয়া মাত্র ছুটে আসে । উদ্ধারকার্যও শুরু করে।

ধ্বংসস্তূপ থেকে একটি শিশুকে উদ্ধার করা হয়। জানা গেছে, বাচ্চার কান্নার শব্দ শুনে উদ্ধারকারীরা সেদিকে ছুটে যায়। দেখে একটি ছোট ছেলে সেখানে পরে কাঁদছে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে অন্যত্র পাঠানো হয়। বাচ্চাটির বয়স চার বছর বলে জানা গেছে। শিশুটির মা পাথর চাপা পড়ে মারা যান।

অন্য একজন মহিলা জানান, তিনি তার তিন সন্তানকে নিয়ে ওই পাঁচ তলা বাড়িটি ধসে পড়ার আগে বাড়ি ফিরছিলেন। ” বাড়ির কাছাকাছি চলে এসেছিলাম। হঠাৎই বাড়িটা দেখি একদিকে হেলে গেল। প্রথমে ভেবেছিলাম ভূমিকম্প। তারপর বুঝলাম বাড়িটা ভেঙে পড়ছে। একদম চোখের সামনে আমাদের বাড়ি ভেঙে গেল।” কাঁদতে কাঁদতে জানালেন ফ্ল্যাটের বাসিন্দা শাবানা লোৱা।

জানা যায় ওই ফ্ল্যাটে সাতচল্লিশ টা এপার্টমেন্ট ছিল। প্রায় দুশো জন মানুষ বাস করতেন। আঠারো জন বাসিন্দা গুরুতর ভাবে আহত হওয়ায় তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

অনুমান করা হচ্ছে বাড়ি তৈরির সময় যে সমস্ত সামগ্রী ব্যবহার করা হয় তা খারাপ ছিল। তাই বর্ষায় বাড়িটি ধসে পড়েছে। তবে সরকারি সূত্রে মৃতের সংখ্যা ৫ জন বলা হলেও অসমর্থিত সূত্রে জানা গিয়েছে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২। এখনো বেশ কিছু মানুষের হদিশ মিলছে না।