এক নজরে

পিছিয়ে গেল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা

By admin

December 23, 2020

কলকাতা ব্যুরো: দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য বড়সড় ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ পিছিয়ে গেল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা ৷ জানা যাচ্ছে জুন মাসেই হবে মাধ্যমিক পরীক্ষা ৷ আর মাধ্যমিকের পরই হবে উচ্চমাধ্যমিক ৷ পর্ষদ ও সংসদের দেওয়া প্রস্তাবেই সম্মতি দিল রাজ্য। অতএব বিধানসভা ভোটের পরে জুন মাসেই হতে চলেছে ২০২১-এর মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা ৷

উল্লেখ্য, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কাটছাঁটের ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই অনুযায়ী কোন কোন অধ্যায় পরীক্ষাতে থাকবে এবং কোন কোন অধ্যায় থাকবে না সেই বিষয়ে বিষয়ভিত্তিক নোটিফিকেশন করেছে দুই বোর্ড।

প্রতিবছর সাধারণত মাধ্যমিক পরীক্ষা হয় ফেব্রুয়ারি মাসে। এরপর উচ্চমাধ্যমিক পরীক্ষা হয় মার্চে। কিন্তু ছন্দ পতন হয়েছে এই বছর। সম্প্রতি দুটি দিল্লি বোর্ডের তরফে পরীক্ষা পিছিয়ে দেওযার সিদ্ধান্ত নেওয়া হয়। এবার সেই পথেই হাঁটল পর্ষদ ও সংসদ। পাশাপাশি মাধ্যমিক, উচ্চমাধ্যমিকে ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কমানোর সিদ্ধান্তও নিয়েছে রাজ্য।