এক নজরে

বন্ধ হয়ে যাওয়া সোনাগাছির পুজোকে আজ অক্সিজেন দিয়ে গেলেন মদন মিত্র

By admin

October 11, 2020

কলকাতা ব্যুরো : সোনাগাছিতে গত আট বছর ধরে মা দুর্গার আরাধনা হয়ে আসছে। যৌনপল্লীর কর্মীরাই এই পূজো করে থাকেন। উলেখ্য, ‘বেশ্যাদ্বার মৃত্তিকা’ ছাড়া দুর্গাপ্রতিমা অসম্পূর্ণ। এতদিন ধরে তাদের হয়ে এই পূজো মূলত পরিচালনা করতো দুর্বার মহিলা সমন্বয় সমিতি। কিন্তু এই বছর করোনা যৌনপল্লীর বাসিন্দাদের ব্যবসার চরম ক্ষতি করেছে। খুবই দুর্দিনে দিন কাটছিলো তাদের। নুন আনতে পান্তা ফুরোবার অবস্থা। পূজো তো দূর অস্ত, দুবেলা ভালো করে খাবার জোটানো সমস্যা হয়ে যাচ্ছিলো। তাই মুখ্যমন্ত্রীর অনুরোধে অটোমোবাইল ক্লাব অফ ইস্টার্ন ইন্ডিয়া তাদের পাশে এসে দাঁড়ায়। ওই সংস্থার সভাপতি হিসাবে মদন মিত্র আজ নিজে হাজির ছিলেন এই পুজো যাতে অন্যান্য বছরের মতো এবারও সাফল্যর মুখ দেখতে পায় সেই অভিপ্রায় নিয়ে।

শুধু তিনি কেন? ক্রিকেটার সম্বরণ ব্যানার্জী, অভিনেতা শংকর চক্রবর্তী, পাপিয়া অধিকারী এবং শ্রীময়ী চট্টরাজ সবাই। ঢাকের তালে নাচেন এবং গান করেন সবাই। সোনাগাছিতে খুঁটি পুঁতে পুজোর শুভ সূচনা করা হয়। চাল , ডাল, হরলিক্স বিতরণ করা হয় যৌন পল্লীর বাসিন্দাদের মধ্যে। মদন মিত্র জানান, ” পুজোর আগে এই মায়েদের নমস্কার করে গেলাম।”